ফিফা বিশ্বকাপ ২০২২ঃ ঘোষিত হল অস্ট্রেলিয়ার ২৬ জনের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ এর জন্য তৃতীয় দেশ হিসাবে ২৬ জনের দল ঘোষনা করল অস্ট্রেলিয়া। কোচ গ্রাহাম আর্নল্ড, ফুটবল বিশ্বকাপের জন্য তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন।
অস্ট্রেলিয়া দলে একদিকে যেমন তারকা ফুটবলার ম্যাট রায়ান, অ্যারন মুয়, বেইলি রাইটরা সুযোগ পেয়েছেন তেমনই দলে সুযোগ পান নি অ্যাডাম টাজ্ঞার্ট, টম রজিক, মিচ ল্যাঙ্গারাকের মতো খেলোয়াড়েরা।
২০২২ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল-
গোলকিপার- ম্যাট রায়ান, অ্যান্ড্রিউ রেডমেইন, ড্যানি ভুকোভিক
ডিফেন্ডার- মিলোশ ডেগিনেক, আজিজ বেনিচ, জোয়েল কিং, নাথানিয়েল অ্যাটকিনসন, ফ্রান কারাকিক, হ্যারি সৌট্টার, কাই রোয়েলস, বেইলি রাইট, থমাস ডেং
মিডফিল্ডার- অ্যারন মুয়, জ্যাকসন ইরভিন, আজদিন রুস্টিক, কিনু বাক্কুস, ক্যামেরন ডেভলিন, রিলেয় ম্যাকগ্রি
ফরোয়ার্ড- আয়র মাবিল, ম্যাথিউ লেকিই, মার্টিন বোয়েল, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, মিচেল ডিউক, গারাং কুয়োল, ক্রেইগ গুডউইন