প্রত্যয়ী ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোয় উঠল অস্ট্রেলিয়

অস্ট্রেলিয়া - ১ (ম্যাথিউ লেকি)
ডেনমার্ক - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ ডি এর এই ম্যাচটি একেবারে উত্তেজক জায়গা থেকে শুরু হয়েছে। দুই দলকেই জিততে হত। তবে কাজটা কঠিন ছিল অস্ট্রেলিয়ার জন্য, কারণ সামনে ছিল গত ইউরোর সেমিফাইনালিস্ট ডেনমার্ক।
কিন্তু তা সত্ত্বেও আন্ডারডগ হিসেবে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। আর এই জয়ের সৌজন্যে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বার নকআউট পর্বে উঠল অজিরা।এর আগে ২০০৬ বিশ্বকাপের নকআউটে উঠেছিল সকারুসরা।
তবে ম্যাচের শুরু থেকে ডেনমার্ক যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে। একাধিক সুযোগ তৈরি করে ড্যানিশরা, কিন্তু অজি গোলকিপার ম্যাথিউ রায়ান ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা দারুণভাবে সামলায়। তবে কাউন্টারে মাঝে মধ্যেই অস্ট্রেলিয়া আক্রমণে উঠছিল।
আর সেই আক্রমণের সৌজন্যে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দুই মিনিট আগেই ফ্রান্সের বিরুদ্ধে তিউনিশিয়া গোল করে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। আর এই খবর পেয়েই যেন আক্রমণে তেড়েফুঁড়ে ওঠে অস্ট্রেলিয়া। ম্যাচের ৬০ মিনিটে জোয়াকিম মাহলেকে দুইবার কাটিয়ে অনবদ্য ফিনিশ করেন অজি উইঙ্গার ম্যাথিউ লেকি।
আর এই গোলের জেরে দুই মিনিটের মধ্যে আবারও দ্বিতীয় স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া। এদিকে ডেনমার্ককে যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজন দুটি গোল, অন্যদিকে অস্ট্রেলিয়া গোল খেলে আবারও তৃতীয় স্থানে নেমে আসবে। এই পরিস্থিতিতে বারবার ডেনমার্ক আক্রমণ করে, কিন্তু অজি ডিফেন্ডাররা বারবার তাদের রুখে দেয়। আর শেষ অবধি জয় হাসিল করে নেয় অস্ট্রেলিয়া।