পুরোনো ক্লাবে হানা দিয়ে হারালেন সুয়ারেজ, লড়েও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার বার্সিলোনার

অ্যাটলেটিকো মাদ্রিদ - ২ (টমাস লেমার, লুই সুয়ারেজ)
এফসি বার্সিলোনা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জয়ের দেখা নাই রে, জয়ের দেখা নাই। কাতাল জায়ান্ট বার্সিলোনার করুণ পরিস্থিতি দেখে নিতান্তই হতাশ হবেন কিউলরা। লা লিগার তথাকথিত ছোট দলগুলির বিরুদ্ধে পয়েন্ট অর্জনে ব্যর্থ হচ্ছে, তখন গতবারের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কাজটা কঠিন হবে, তা বোঝাই গিয়েছিল।
আর শেষ অবধি তাই হল। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বাজেভাবে হারল এফসি বার্সিলোনা। আর পুরোনো ক্লাবের বিরুদ্ধে জ্বলে উঠলেন তারকা ফরোয়ার্ড লুই সুয়ারেজ। গোল করালেন, করালেনও। ২৩ মিনিটে সুয়ারেজের পাসে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন টমাস লেমার। আর ৪৪ মিনিটে উল্টোটা হল, জোয়াও ফেলিক্সের থেকে বল পান লেমার, যিনি বক্সে ক্রস বাড়ান, আর তা থেকে গোল করেন লুই সুয়ারেজ।
যদিও বল পজেশন ৭১ শতাংশ ছিল বার্সিলোনার, আর আক্রমণেও অ্যাটলেটিকোকে টেক্কা দিয়েছে তারা, কিন্তু ফাইনাল থার্ডে বারবার বল হারিয়ে ফেলে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি রোনাল্ড কোয়েম্যানের ছেলেরা। ফিলিপে কুটিনহো, মেম্ফিস ডিপেরা প্রচুর সুযোগ পেয়েও হাতছাড়া করেন। ফলে লড়েও হার হজম করতে হল বার্সাকে।
আর এই হারের জেরে আন্তর্জাতিক বিরতির আগে সপ্তম স্থানেই থেকে গেল বার্সিলোনা। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।