বার্সা-রিয়ালের একাধিপত্য শেষ, লা লিগার যোগ্য বিজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ ৩৮ ম্যাচের উত্তেজক লড়াইয়ের পর অবশেষে নিজেদের প্রাপ্যটা ফিরে পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার লা লিগার শেষ ম্যাচডেতে খেতাবি লড়াইয়ে ছিল দুই মাদ্রিদের দল। কিন্তু শেষ মুহুর্তে রিয়ালের জয় সত্ত্বেও নিজেদের ম্যাচে ভাল্লাদোলিদকে ২-১ গোলে হারিয়ে খেতাব ছিনিয়ে নিল দিয়েগো সিমিওনের ছেলেরা।
যদিও শুরুতে অস্কার পিয়ানোর গোলে পিছিয়ে যায় অ্যাটলেটি, কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে শেষ অবধি ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া আর ৬৭ মিনিটে লুই সুয়ারেজ গোল করে অ্যাটলেটিকে জয় এনে দেয়।
যদিও অপর ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৮৬ মিনিট অবধি ০-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু পাঁচ মিনিটে করিম বেঞ্জেমা ও লুকা মদ্রিচ গোল করে রিয়ালকে সমতায় ফেরায়। শেষ মুহুর্তে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ গোল খেয়ে ড্র করত, তাহলে পয়েন্ট সমান হত এবং হেড টু হেড বিচারে খেতাব জিতত রিয়াল। কিন্তু দারুণ খেলে তা হতে দিল না সুয়ারেজরা।
আর এর জেরে ২০১৪ সালের পর আবারও লা লিগা খেতাব জিতল সাদা-লাল শিবির। আর এই দুইবারই কোচ ছিলেন দিয়েগো সিমিওনে। মাঝে দুইবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হার পাওয়া সত্ত্বেও দমেননি এই আর্জেন্টাইন কোচ। আর আবারও রিয়াল-বার্সার একাধিপত্যকে ভেঙে দিলেন সিমিওনে।