আজ থেকে অন্তিম প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের, উজবেকিস্তানের আবহাওয়া হবে বড় চ্যালেঞ্জ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার রাতে দুবাই থেকে উজবেকিস্তানে নামে এটিকে মোহনবাগান দল। কোচ আন্তোনিও হাবাস লোপেজ ও তার সাপোর্ট স্টাফ সহ ২২ জন ফুটবলার মরিয়া এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালে ঘরের টিম এফসি নাসাফকে হারাতে।
আট দিনের দুবাইয়ের শিবিরের পর সোমবার সন্ধ্যে থেকেই উজবেকিস্তানে অনুশীলন করবে এটিকে মোহনবাগান। তাসখন্দ থেকে ৫০০ কিমি দূরে কারসি স্টেডিয়ামে প্রস্তুতি সারবে এটিকে মোহনবাগান। তবে এফসি নাসাফের থেকেও বড় চ্যালেঞ্জ হল ওখানকার আবহাওয়া। এটিকে মোহনবাগান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ের থেকে অনেক কম তাপমাত্রা রয়েছে তাসখন্দে। এবং সন্ধ্যের দিকে ঠান্ডা বেড়ে যায়।
তবে জনি কাউকো সহ এটিকে মোহনবাগানের ফুটবলাররা খুশি, সন্ধ্যেবেলায় এই ম্যাচ খেলা হবে। দিনের বেলার গরমের মধ্যে খেলার থেকে ঠান্ডা পরিবেশে খেলতে স্বস্তি বোধ করবেন বিদেশীরা, আর এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অনুশীলনে মগ্ন এটিকে মোহনবাগানের ভারতীয় ব্রিগেড।
দুবাইয়ে বিভিন্ন ধরণের উইংপ্লে ও সেটপিস অনুশীলনের পর এবার কারসি স্টেডিয়ামে ফর্মেশন ঠিক করবেন কোচ আন্তোনিও হাবাস। দুই দিনের অনুশীলনের পর চুড়ান্ত একাদশ বাছবেন স্প্যানিশ কোচ। যেহেতু এটি নক আউট ম্যাচ, ফলে শক্তিশালী এফসি নাসাফের বিরুদ্ধে একেবারে প্রস্তুত হয়েই সঠিক একাদশ বাছতে চান হাবাস।