১৮ বছর বয়স থেকে বন্ধু, ফেরান্ডো-জোসেফের যুগলবন্দীতে মাতবে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সবুজ-মেরুণ শিবিরে যেন স্প্যানিশ ছোঁয়া লেগেই রয়েছে। ইতিমধ্যেই মূল দলের হেড কোচ হিসেবে ফুল ফোটাচ্ছেন জুয়ান ফেরান্ডো। এবার ভবিষ্যতের তারকাদের তৈরি করার দিকে মন দিয়েছে এটিকে মোহনবাগান। আর সেই কারণে সদ্য আয়োজিত হয়েছিল যুব দলের ট্রায়াল।
কিন্তু এই যুব দলের দায়িত্ব নেবেন কে? তার উত্তর মিলল বুধবার। ১৯ বছর ধরে বিশ্বের বিভিন্ন ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটবল ইউথ ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকা প্রশিক্ষক জোসেফ রোমা গিবার্ট এটিকে মোহনবাগানের অনুর্ধ্ব ১৩ ও অনুর্ধ্ব ১৫ দলের হেড কোচ হবেন।
এবং এই অবসরে একান্ত আলাপচারিতায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন জোসেফ। ১৮ বছর বয়স থেকে জুয়ান ফেরান্ডোর সাথে বন্ধুত্ব জোসেফের। এবং এটিকে মোহনবাগানের মত বড় ক্লাবে এসে তরুণ ভারতীয় ফুটবলারদের তৈরি করার দিকে মন দিতে চান জোসেফ।
স্পেনে নিজের অসংখ্য বন্ধুদের কাছ থেকে শুনেছেন ভারতীয় ফুটবলের নানা কাহিনী। এবং দেশে ক্রমবর্ধমান ফুটবলের জন্য অত্যন্ত খুশি জোসেফ। মূলত জোসেফের পছন্দ এমন ফুটবলারদের, যারা বাকিদের থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং যারা শিখতে ও আরও উন্নতি করতে পছন্দ করেন।