ঘরের মাঠে নর্থ ইস্ট বধ! আইএসএলের দ্বিতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত ম্যাচে মুম্বাইয়ের মাঠে মুম্বাই এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াইয়ে শেষ মুহূর্তে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। ১০ জনের মোহনবাগান এক পয়েন্ট নিয়ে ফেরে কলকাতায়। আজ, ১০ নভেম্বর যুবভারতীতে আইএসএলের পঞ্চম ম্যাচে লিগ টেবিলের তলানিতে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জমজমাট ম্যাচে আবারও শেষ মুহূর্তের গোলে সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেরিনার্সরা।
প্রথম থেকেই মাঠে নিজেদের আধিপত্য বজায় রাখে হুগো বুমো, লিস্টন কোলাসো, পেত্রাতোসরা। ৩৫ মিনিটে হুগো বুমোর বাড়ানো বল থেকে এই আইএসএলের প্রথম গোল করেন লিস্টন কোলাসো।
দ্বিতীয় অর্ধেও বেশ কিছু গোলমুখি আক্রমণ তৈরী করে সবুজ মেরুণ দল তবে সুযোগ গুলি গোলে পরিণত করতে ব্যর্থ হন তারা। এটিকে মোহনবাগান ফরোয়ার্ড পেত্রাতোস গোলকিপারকে একা পেয়েও বল বাইরে মারেন।
একদিকে যেমন মুহুর্মুহু আক্রমণ করেও গোল পার্থক্য বাড়াতে ব্যর্থ হন এটিকে মোহনবাগানের খেলোয়াড়েরা তেমনই একটি সুযোগেই সমতায় ফেরে নর্থ ইস্ট ইউনাইটেড দল। ৮০ মিনিটে গাজটানাগার ক্রসে অসাধারণ হেডে গোল করে যান অ্যারন ইভান্স। সবুজ মেরুণ ডিফেন্ডাররা ইভান্সকে মার্ক না করায় নর্থ ইস্টকে সমতায় ফেরাতে সমস্যা হয়নি ইভান্সের।
এরপর ৮৬ মিনিটে জনি কাউকোর গোলমুখি হেড দক্ষতার সাথে বাঁচিয়ে দেন নর্থ ইস্ট গোলরক্ষক মির্শাদ। ম্যাচের ৮৯ মিনিটে পেত্রাতোসের তোলা কর্ণারে শুভাশিসের হেড গোলে থাকলে সেটিও বাঁচিয়ে দেন মির্শাদ।
তবে শেষ রক্ষা হয়নি নর্থ ইস্ট ইউনাইটেডের। ৯০ মিনিটের মাথায় পেত্রাতোসের ক্রস এবার গোলরক্ষককে পরাস্ত করে গোলে পৌছে দেন এটিকে মোহনবাগান দলের ডিফেন্ডার শুভাশিস বোস।
রেফারি ৯০ মিনিট শেষে ৬ মিনিট অতিরিক্ত সময় দিলেও নর্থ ইস্ট খেলোয়াড়রা পয়েন্ট কাড়তে ব্যর্থ হন। এই জয়ের সাথে সবুজ মেরুণ ব্রিগেড আইএসএলের দ্বিতীয় স্থানে উঠে আসে।