এএফসি কাপে কার সাথে খেলতে চলেছে এটিকে মোহনবাগান, দেখে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক ১২ই এপ্রিল এটিকে মোহনবাগান নামতে চলেছে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ড কোয়ালিফায়ারে।
প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। নেপালের মাচ্চিন্দ্রা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টার এর মধ্যে যারা জিতবে তারা খেলবে এটিকে মোহনবাগানের সাথে।
২০২১ সালে এটিকে মোহনবাগান এএফসি কাপের ইন্টারজোনাল সেমি ফাইনালে উজবেকিস্তানের ক্লাব এফসি নাসফের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর দেখার বিষয় এবার এ এফসি কাপের মূলপর্বে তারা ঢুকতে পারে কি না।