কলকাতাতেই এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় সুখবর ভারতীয় তথা বাংলার ফুটবলপ্রেমীদের জন্য। এর আগে এএফসি কাপের প্রাক-পর্ব ও মূল পর্বের ম্যাচগুলি এটিকে মোহনবাগান খেলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবার ইন্টার জোনাল সেমি ফাইনালও কলকাতার মাটিতেই খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড।
বৃহস্পতিবার এএফসি কাপের নকআউট পর্বের ড্র আয়োজিত হয়। এবং সেখানেই জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান।
কিন্তু কাদের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান? এক্ষেত্রে আশিয়ান জোনের ফাইনাল যে দল জিতবে, তাদের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড। আশিয়ান জোনের দুই সেমি ফাইনালে মুখোমুখি ভিয়েট্টেল এফসি (ভিয়েতনাম) ও কুয়ালালামপুর সিটি এফসি (মালয়েশিয়া), এবং পিএসএম মাকাসার (ইন্দোনেশিয়া) ও কেদা দারুল আমান এফসি (মালয়েশিয়া)। এই ফাইনাল আয়োজিত হবে আগামী ২৪ আগস্ট।
এই দুই সেমি ফাইনালের বিজয়ী দল খেলবে আশিয়ান জোন ফাইনাল। আর সেই ফাইনালের বিজয়ী দল খেলবে ইন্টার জোনাল সেমি ফাইনালে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।