ওড়িশার বিরুদ্ধে দলগঠনে চিন্তার ভাঁজ ফেরান্ডোর কপালে, খেলবেন না এই দুই ভরসাযোগ্য তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে বটে, তবে এটিকে মোহনবাগানের খেলায় ছিল আগ্রাসনের ছোঁয়া। এবার সামনে লড়াকু ওড়িশা এফসি। আক্রমণে দুরন্ত ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো।
তবে ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা পেয়েছে এটিকে মোহনবাগান। চারটি হলুদ কার্ড দেখার জেরে এক ম্যাচের সাসপেনশনে থাকবেন তারকা মিডফিল্ডার হুগো বৌমোস। এদিকে হালকা চোট পেয়ে রয়েছেন দুই গোলকিপার অমরিন্দর সিং ও অভিলাষ পাল। কিছুটা সমস্যা রয়েছে দীপক টাংরিরও। এছাড়া মাথায় চোট পাওয়ার জেরে নেই কার্ল ম্যাকহিউও। ফলে চিন্তায় রয়েছেন ফেরান্ডো।
হায়দ্রাবাদ ম্যাচে মাথায় চোট পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন কার্ল ম্যাকহিউ। বর্তমানে কেমন আছেন? এই আপডেট নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমরা ডাক্তারদের আপডেটের জন্য অপেক্ষায় আছি। ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় দিতে হয় এই সমস্ত ক্ষেত্রে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওর পরিস্থিতি নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমি জানি না ও কবে ফিরবে, এটা বলা খুবই কঠিন। বাজে ব্যাপার হল, ও একটা শকের মধ্যে রয়েছে। ফলে সেই শক কাটিয়ে মাঠে ফিরতে তিন থেকে সাত দিন লেগে যায়।"
চোট আঘাতের সমস্যা নিয়ে ফেরান্ডোর আপডেট, "আমরা শেষ মুহুর্ত অবধি দেখতে চাই কারা ফিট আছে না নেই। অভিলাষ (অভিলাষ পাল) এর হালকা চোট রয়েছে। অমরিন্দর ও দীপক টাংরির কিছু সমস্যা রয়েছে। ফলে আমাদের শেষ মুহুর্ত অবধি অপেক্ষা করতে হবে কারণ মেডিকাল টিম অনেক কাজ করছে। আমি আশা করছি একেবারে শেষ মুহুর্তে আমাদের দল তৈরি থাকবে। তবে চারটি হলুদ কার্ড দেখার জন্য দলে থাকবেন না হুগো বৌমোস।"
হুগোর না থাকাটা কি ভোগাবে এটিকে মোহনবাগানকে? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমাদের ভিন্ন পরিকল্পনা তৈরি করতে হবে। ডিফেন্স ও আক্রমণে কিছু কাজ করতে হবে আমাদের, কারণ আমাদের হাতে মাত্র এক দিন সময় রয়েছে। এখন আমাদের শুধু প্রার্থনাই করতে হবে যাতে তিন পয়েন্ট পেতে পারি।"