ড্র নয়, বসুন্ধরার বিরুদ্ধে জিতেই পরের রাউন্ডে যেতে চান কোচ আন্তোনিও হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপে নিজেদের দুর্দান্ত অভিযান অব্যাহত রেখেছে এটিকে মোহনবাগান। লিগের দ্বিতীয় ম্যাচে মাজিয়া স্পোর্টসকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়টি খানিকটা নিশ্চিত করল আন্তোনিও হাবাসের দল। এবার শক্তিশালী বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পয়েন্ট অর্জন করতে পারলেই শীর্ষস্থান নিশ্চিত।
কিন্তু ড্র নয়, বসুন্ধরার বিরুদ্ধে গোল চান আন্তোনিও হাবাস। রবিবার ফুটবলারদের ছুটি দেন হাবাস, খেলোয়াড়রা সুইমিং পুলেই সময় কাটালেন। কিন্তু এর মধ্যেও ফোকাস রয়েছে বসুন্ধরা ম্যাচের দিকে।
মাজিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে কোচ হাবাস বলেছেন, "প্রথমার্ধে আমরা নিজেদের খেলাটা খেলতে পারিনি। মাজিয়া আমাদের সাথে সমান তালে পাল্লা দিয়েছে। গোলও পেয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের বিরতিতে আমরা স্ট্র্যাটেজি বদলাই। দলে কিছু পরিবর্তন করায় খেলা আমাদের মুঠোয় চলে আসে। আমরা দুই অর্ধে দুই ভিন্ন ধরণের ফুটবল খেলেছি। ছেলেদের জন্য আমি গর্বিত।"
এদিকে বসুন্ধরার বিরুদ্ধে জিততে মরিয়া হাবাস। তিনি বলেছেন, "আমাদের এখন ছয় পয়েন্ট। ড্র করলেই পরের রাউন্ডে যেতে পারব। কিন্তু আমরা ড্র নিয়ে ভাবছি না। বসুন্ধরা আমাদের কাছে অচেনা প্রতিপক্ষ ও গুরুত্বপূর্ণ ম্যাচ। জেতা ছাড়া আমরা অন্য কিছুই ভাবছি না। বসুন্ধরা বেশ ভালো দল। তাদের বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি।"
এদিকে তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা বলেছেন, "অফসাইডের গোলটা দেওয়া উচিত ছিল, কিন্তু রেফারির সিদ্ধান্তই চুড়ান্ত। গোল করার জন্য আমরা ক্ষুধার্থ হয়ে গিয়েছিলাম। আমাদের দলের আসল চরিত্র হল শেষ মিনিট অবধি লড়ে যাওয়ার মানসিকতা। সেই মানসিকতাকে ধরে রাখতে হবে।"