আবার ম্যাচ স্থগিত আইএসএলে, এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত করা হল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার সকলেই সাংবাদিক বৈঠকে এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো বলেছিলেন যে বৃহস্পতিবারের ম্যাচের জন্য তিনি মুখিয়ে আছেন। কিন্তু ঠিক ম্যাচের আগের দিন অর্থাৎ আজ রাতে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একেই কোভিড এ সংক্রমিত হয়ে দলের অধিকাংশ ফুটবলার ছিলেন না। সবাই নিজের ঘরে বসে ট্রেনিং করছিলেন, বাইরে যাওয়ার কোনও অনুমতি ছিল না তাঁদের। কিন্তু সবকিছু ছেড়ে গতকাল তারা মাঠে প্রাকটিসের জন্য নেমেছিলেন।
কোভিড ভয় কাটিয়ে কবে আবার এটিকে মোহনবাগান মাঠে নামবে তার অপেক্ষায় গোটা সমর্থকজন।