জল্পনা হল সত্যি! স্থগিত হল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা ছিল, তাই ঘটল। স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ফিরতি লেগের গ্রুপ ম্যাচ। শনিবার আইএসএলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় এই বিষয়টি।
এটিকে মোহনবাগান শিবিরে করোনা সংক্রমণের জেরে বিগত কয়েক দিন অনুশীলন হয়নি। সম্প্রতি বেঙ্গালুরু এফসি শিবিরেও করোনা সংক্রমণের জেরে তারাও অনুশীলনে নামতে পারেনি। এমনকি, দুই দলের হেড কোচেরা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাজির হয়নি। যার ফলে জোর সম্ভাবনা ছিল ম্যাচ স্থগিত হওয়ার।
এর ফলে ওড়িশা এফসির পর এই ম্যাচও খেলা হল না এটিকে মোহনবাগানের। যদিও এই দুই ম্যাচ কবে খেলা হবে, সে নিয়ে কোনও আপডেট দেয়নি আয়োজকরা।