সুপার হিট এটিকে মোহনবাগানের ট্রায়াল! বাড়ানো হল তারিখ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের বয়সভিত্তিক ট্রায়ালের প্রথম দিনের জনজোয়ার কার্যত হিড়িক ফেলে দিয়েছিল ভারতীয় ফুটবল মহলে। ৫০০০ এর বেশি প্রতিভাবান ফুটবলাররা অংশ নিয়েছিলেন অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ ট্রায়ালে।
আর এত বেশি অংশগ্রহণকারী আসায় স্বাভাবিকভাবেই পূর্ব নির্ধারিত দিনগুলিতে সকলে সুযোগ পাননি। এই পরিস্থিতিতে এবার ট্রায়ালের দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান।
অনুর্ধ্ব ১৮ এর ট্রায়ালের জন্য আগামী ১ জুলাই, এবং অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৩ ট্রায়ালের জন্য ২ জুলাইয়ের তারিখ নির্ধারিত করা হয়েছে। তবে নতুন কোনও ফুটবলার নয়, যারা এর আগে ফর্ম তুলেছিলেন, তাদেরই সুযোগ দেওয়া হবে।
তবে স্থান ও সময় একই রাখা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা অবধি হবে এই ট্রায়াল।
নিঃসন্দেহে এই ট্রায়ালটিকে সুপার হিট ধরা যেতে পারে। এবং বলা বাহুল্য, এটিকে মোহনবাগানের ট্রায়ালে অনুপ্রাণিত হয়েই আইএসএলের আর এক ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এফসি কলকাতায় বয়সভিত্তিক ট্রায়াল ঘোষণা করেছে।