ঘরের মাঠে প্রতিশোধ মেরিনার্সদের! গোয়াকে হারিয়ে লিগের তৃতীয় এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি গোয়ার মাঠে এফসি গোয়ার কাছে ৩ গোল হজম করে ফিরতে হয়েছিল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান দলকে। আজ ছিল প্রতিশোধের ম্যাচ। আর সেই ম্যাচে অপেক্ষাকৃত ভাঙাচোরা দল নিয়েই উদ্দেশ্য সফল করল সবুজ মেরুণ ব্রিগেড। পেত্রাতোস, হুগো, আসিক, আশিসদের দ্রুত প্রতি আক্রমণে কুপোকাত শক্তিশালী গোয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জুয়ান ফেরান্দোর দল। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় লিস্টনের লম্বা থ্রো থেকে এটিকে মোহনবাগান স্ট্রাইকার পেত্রাতোস বল রিসিভ করে ডান পায়ের আউট সুইংয়ে দুর্ধর্ষ একটি শট মারেন। ২৪.৭ মিটার দূর থেকে মারা এই শট আটকাতে পারেননি গোয়ার গোলরক্ষক ধীরাজ সিং। এরপর হুগো এবং পেত্রাতোস বেশ কিছু গোলমুখি আক্রমণ তৈরী করলেও গোল করতে তারা ব্যর্থ হয়।
ম্যাচের ২৫ মিনিটে এডু বেদিয়ার ফ্রিকিক থেকে ফাকায় গোল করে যায় গোয়া এফসির ডিফেন্ডার আনোয়ার আলি। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-১ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় সবুজ মেরুণ ব্রিগেড। গোয়ার বক্সের খুব কাছাকাছি গোয়ার ডিফেন্ডারের গাফিলতির সুযোগ নিয়ে আশিক বল কেড়ে নিয়ে বলটি পাস দেন দিমিত্রিকে। দিমিত্রি সেখান থেকে দুটি ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে মাইনাস করলে হুগো খুব সহজেই দলকে গোল করে এগিয়ে দেন।
৬৮ মিনিটে এটিকে মোহনবাগান দলের পরিবর্ত লেনি রড্রিগেজের বাড়ানো লম্বা পাস ধরে পেত্রাতোস গোয়ার বক্সে ধীরাজকে একা পেয়ে গেলেও সহজ সুযোগটি একটুর জন্য নষ্ট করেন।
অন্যদিকে ৭৫ মিনিটের মাথায় আনোয়ার আলি প্রায় আরও একবার গোয়ার দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন। বেদিয়ার ফ্রিকিক থেকে প্রায় ফাকা গোলে তিনি শট মারেন বার পোস্টে।
৮৫ মিনিটে খেলা পুরোপুরি নিজেদের দখলে আনার সুবর্ণ সুযোগ চলে আসে মেরিনার্সদের কাছে। গোয়ার বক্সে ৪ জন সবুজ মেরুণ খেলোয়াড়ের সামনে শুধুমাত্র গোয়ার একজন ডিফেন্ডার, গোলরক্ষকও নেই গোলে! এমন জায়গা থেকে গোলে রাখতে পারেননি আসিক কুরুনিয়ন।
মুহুর্মুহু গোল নষ্টের ফলে বড় ব্যবধানে জয়ের সুযোগ নষ্ট করে ফেরান্দোর দল। তবে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে বদলার ম্যাচ ২-১ গোলে জয় করে লিগ টেবিলের তিন নম্বর স্থানে উঠে আসে এটিকে মোহনবাগান।