মোহনবাগান মাঠকে বিদায় জানাতে চলেছে মোহনবাগান দল! কিন্তু কেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এবার মোহনবাগান দলকে ছাড়তে হচ্ছে মোহনবাগান মাঠ। খবর অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান অনুশীলন করবে মোহনবাগান মাঠে। আর তার পর, গন্তব্য সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠ।
মোহনবাগানের তুলনামূলক ভাল মানের মাঠে এতো দিন অনুশীলন করার পরে যুবভারতীর অনুশীলন কেন্দ্রে স্থানান্তরিত হওয়ায় স্বাভাবিক ভাবেই অখুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
প্রসঙ্গত যুবভারতীর অনুশীলন মাঠে আইএসএলের প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল দল এবং আইএসএলের অ্যাওয়ে দলগুলি। স্বাভাবিক ভাবেই এই মাঠটি অত্যাধিক ব্যবহারের জন্য মাঠের অবস্থা তুলনামূলক ভাবে খারাপ।
কিন্তু নিজেদের মাঠকে বিদায় কেনো জানাতে হচ্ছে ফেরান্দোর দলকে?
খবর অনুযায়ী, কলকাতা হকি লিগ ৭ই ফেব্রুয়ারি থেকে আয়োজিত হবে মোহনবাগান মাঠে। হকির টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্যই এটিকে মোহনবাগান দলের ফুটবল অনুশীলন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যুবভারতীতে। তাই কোচের অমত থাকলেও নিজস্ব মাঠকে বাকি মরশুমের জন্য বিদায় জানাতে চলেছে এটিকে মোহনবাগান।