চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মালদ্বীপ যাচ্ছে হাবাস ব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপ খেলতে যাওয়ার আগে, এটিকে মোহনবাগান মিডিয়া টিমের সঙ্গে কথা বললেন পাঁচ ফুটবলার। প্রায় দু সপ্তাহ অনুশীলনের পর এ এফ সি কাপের ম্যাচ খেলতে শনিবার ভোরের বিমানে মলদ্বীপ যাচ্ছে এটিকে মোহনবাগান। এ বারও আন্তোনিও লোপেজ হাবাস পুরো অনুশীলনই করিয়েছেন ক্লোজ ডোরে, তিনি তাঁর দর্শন থেকে সরেননি।
রয় কৃষ্ণা, প্রীতম কোটাল, অমরিন্দরদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া ছাড়াও
পজেশনাল ফুটবল, পাসিং, পেনাল্টি মারারও অনুশীলন করিয়েছেন স্প্যানিশ কোচ। এবং সেখানে দেখা গিয়েছে প্রতিদিনই নতুন নতুন প্র্যাকটিস। দেরিতে হলেও
দলের সাথে যােগ দিয়েছেন ডেভিড উইলিয়ামস। মাঠে নেমে ডেভিডের শরীরের সক্ষমতা পরীক্ষার পর ফিট মনে হয়েছে তাকে।
হাবাস বলে দিয়েছেন, “ডেভিড ভাল অনুশীলন করেছে। ফুটবলারদের বলেছি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।"
পরিশ্রম করতে হবে, সেরাটা দিতে হবে কোচের মত ফুটবলাররাও মালদ্বীপ যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এটিকে এমবি মিডিয়া টিমকে ৫ ফুটবলার নিজের লক্ষ্য নিয়ে যা বললেন তা হল
রয় কৃষ্ণা -
জীবনে প্রথমবার এফসি কাপ খেলবে ক্লাবকে এশিয়ার মানচিত্রে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ আমাদের সামনে প্রতিপক্ষ দল সম্পর্কে কোন কিছু ভাবছি না ।আমরা নিজেদের সম্পর্কে বেশি ভাবছি, তবে সব দেশের ক্লাব তৈরি তৈরি হয়ে আসবে। আমরা আশাবাদী আমাদের দল ভালো ফল করবে ।আমাদের প্রথম লক্ষ্য হলো পরের পর্বে যাওয়া।
হুগো বৌমোস
ভারতের একটি ক্লাবের জার্সি পড়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা ভেবেই নিজে গর্ববোধ করছি সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে আছি যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ এটা জিততে পারলে পরের পর্বের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়।
অমরিন্দর সিং
অন্য ক্লাবের জার্সি গায়ে দুবার খেলেছি। এর মধ্যে একবার রানার্স হয়েছি কিন্তু এবার চ্যাম্পিয়ন হতেই মালদ্বীপ যাচ্ছি । আমাদের যা প্রস্তুতি হয়েছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে ।
প্রীতম কোটাল
এর আগে দু'বার এফসি কাপে খেলেছি একবার দ্বিতীয় রাউন্ডে উঠে ছিলাম সবুজ মেরুন জার্সি গায়েই। এবারও সেই সবুজ মেরুন জার্সি, আবারো এফসি কাপে খেলতে যাচ্ছি আমাদের ক্লাব এবার আগের চেয়ে আরো অনেক শক্তিশালী আমাদের দলে সাতজন জাতীয় দলের ফুটবলার রয়েছে। বিদেশীরাও সেরা । চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো।
মনভীর সিং
আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল আছে আমার কিছু ম্যাচও খেলেছি কিন্তু কোনদিন এফসি কাপ খেলিনি তার উপর সবুজ জার্সি পড়ে মাঠে নামব আলাদাই অনুভূতি, গোল করতেই হবে, জিততে হবে । চ্যাম্পিয়ন হওয়ার কথা এখনই ভাবছি না আপাতত লক্ষ্য পরের পর্বে যাওয়া।