এই তিন গোলকিপারকে টার্গেট এটিকে মোহনবাগানের, এগিয়ে এই অভিজ্ঞ তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সন্দেশ ঝিঙ্গানকে এনে চমক ঘটিয়েছে এটিকে মোহনবাগান। তবে এবার গোলকিপারকে আনা নিয়ে তোড়জোড় শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। যা খবর, তিনজন তারকা গোলকিপারকে প্রস্তাব দিয়েছে এটিকে মোহনবাগান।
এই তিন গোলকিপার হলেন সুব্রত পাল, শুভাশিস রায় চৌধুরি ও করনজিত সিং। জানা গিয়েছে, এদের মধ্যে এগিয়ে রয়েছেন বহু যুদ্ধের নায়ক সুব্রত পাল। গত বছর এসসি ইস্টবেঙ্গলের হয়ে শেষ খেলেছেন সুব্রত, তারপর দল পাননি তিনি। আর্থিক দিক থেকেও অনেক কমে সুব্রতকে পেতে পারে এটিকে মোহনবাগান। ফলে যা সম্ভাবনা, ভারতের স্পাইডারম্যান এগিয়ে রয়েছেন সবুজ-মেরুণ শিবিরে যোগ দেওয়ার জন্য।
তবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দ শুভাশিস রায় চৌধুরি, এবং নর্থইস্ট ইউনাইটেড থেকেও বিদায় নিতে চান শুভাশিস। জানা গিয়েছে, কোচ খালিদ জামিল ও টিম ম্যানেজমেন্টের সাথে কিছু সমস্যা তৈরি হয়েছে বাঙালি গোলকিপারের। একেবারে অজ্ঞাত কারণে শুভাশিসকে সরিয়ে মির্শাদ মিচুকে প্রথম একাদশে আনা হয়েছে যার ফলে শুভাশিস নর্থইস্ট ছাড়তে পারেন। আর সেই সুযোগ নিতে চাইছে এটিকে মোহনবাগান।
এদিকে কেরালা ব্লাস্টার্সের করনজিত সিংও গেমটাইম পাচ্ছেন না। চলতি আইএসএলে একটিও ম্যাচ সুযোগ পাননি করনজিত। প্রথম গোলকিপার আলবিনো গোমসের চোটের পর সুযোগ পান প্রভসুখন সিং গিল। ফলে করনজিতকে আনার ক্ষেত্রেও এগিয়ে এটিকে মোহনবাগান।
তবে যা খবর, এটিকে মোহনবাগানে আসার ক্ষেত্রে সুব্রতই আপাতত এগিয়ে রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই চুড়ান্ত ঘোষণা করবে সবুজ-মেরুণ ব্রিগেড।