এটিকে মোহনবাগানের ভবিষ্যতকে তৈরি করতে যোগ দিলেন এই অভিজ্ঞ স্প্যানিশ প্রশিক্ষক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক দিন আগে এটিকে মোহনবাগান অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ বিভাগের ট্রায়াল আয়োজিত করেছিল। এবং এর থেকে স্পষ্ট হয়েছিলেন, নিজেদের ইউথ ডেভেলপমেন্টে বড়সড় কোনও উদ্যোগ নিতে চলেছে এটিকে মোহনবাগান।
এবার সবুজ-মেরুণ শিবিরের ভবিষ্যৎ প্রজন্মদের তৈরি করতে আসছেন এই স্প্যানিশ প্রশিক্ষক। এটিকে মোহনবাগানের অনুর্ধ্ব ১৩ ও অনুর্ধ্ব ১৫ দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন জোসেফ রোমা গিবার্ট। বর্তমানে জোসেফ সৌদি আরবের আল হিলাল ক্লাবের অনুর্ধ্ব ১৩ দলের প্রধান কোচ।
অত্যন্ত ভালো জীবনপঞ্জি জোসেফের। উয়েফা এ লাইসেন্সপ্রাপ্ত জোসেফ কাজ করেছেন এস্পানিয়লের অনুর্ধ্ব ১৭ দলে, হেড কোচ হিসেবে। ১৯ বছর ধরে বিভিন্ন যুব দল ও বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছেন জোসেফ। একাধিক তারকা খেলোয়াড় এসেছেন তার হাত থেকে। এদের মধ্যে ইয়াক্স মোরিবা, কুকারেলা, সের্জিও গোমেজ, আরাউ তেনাসের মত নাম রয়েছে।
এর আগে কোচ জুয়ান ফেরান্ডো ইঙ্গিত দিয়েছিলেন, স্প্যানিশ কোনও প্রশিক্ষকই এই যুব দলের দায়িত্ব নেবেন। যুব দল থেকে মূল দলে খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব নেবেন ফেরান্ডো ও জোসেফ।