মুম্বাই ম্যাচের রেষ কাটছে না মেরিনার্সদের! রেফারির বিরুদ্ধে চিঠি এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৪ জানুয়ারি, এবারের আইএসএলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি সম্পন্ন হয়েছে। যেখানে ঘরের মাঠে লিগ টপার মুম্বাই সিটির বিরুদ্ধে খেলতে নামে এটিকে মোহনবাগান। শনিবার সেই হাইভোল্টেজ ম্যাচে অপরাজিত মুম্বাই ছাংতের করা একমাত্র গোলে পরাজিত করে জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগানকে।
এই হারের সাথে সাথে লিগ টেবিলে আরও উপরে ওঠার স্বপ্নে বড়-সড় ধাক্কা খায় মেরিনার্সরা। অন্যদিকে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে বাকিংহামের দল।
ম্যাচ শেষ হয়েছে দুই দিন হয়ে গেলেও ম্যাচের রেষ এখনও কাটেনি। ম্যাচ চলাকালীন মোর্তাদা ফলের বক্সের ভিতর হ্যান্ড বল করলেও রেফারি এটিকে মোহনবাগানের পক্ষে পেনাল্টি দেন নি। আর এখান থেকেই শুরু হয় বিতর্কের। ফেডারেশন সূত্রে জানা গেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফ এর কাছে সেই ম্যাচের রেফারি তেজাস নাগভেঙ্কারের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছে।
এআইএফএফ এখন কি সিদ্ধান্ত নেবে সেই দিকেই তাকিয়ে সবুজ মেরুণ ব্রিগেড।