তারুণ্যে জোর দিতে এই দুই প্রতিভাবান ফুটবলারকে রেখে দিল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জুয়ান ফেরান্ডোর অধীনে এটিকে মোহনবাগান বরাবরই প্রতিভা ও তারুণ্যকে গুরুত্ব দিয়ে এসেছে। দলের গড় বয়স হোক কিংবা রিজার্ভ বেঞ্চ - সবর্ত্রই তারুণ্যের ছোঁয়া স্পষ্ট। আর সেই কারণে প্রতিভাবান তারকাদের ধরে রাখার ক্ষেত্রেই এগিয়ে থাকে এটিকে মোহনবাগান।
এবার দুই তরুণ প্রতিভাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল এটিকে মোহনবাগান। অভিষেক সূর্যবংশী ও রবি বাহাদুর রানার সাথে তিন বছরের জন্য চুক্তি বাড়াল সবুজ-মেরুণ ব্রিগেড। এর আগে গোলকিপার আর্শ আনোয়ারের সাথে চুক্তিবৃদ্ধি করেছিল তারা।
গত এএফসি কাপ প্রাক পর্ব ও গ্রুপ পর্বে সুযোগ পেয়েছিলেন এই দুই তরুণ। এবং আসন্ন মরশুমে ডুরান্ড কাপ ও আইএসএলের জন্য এই দুজনকে সিনিয়র দলে সুযোগ দিতে পারেন ফেরান্ডো।