ম্যাকহিউ-হুগোহীন এটিকে মোহনবাগানের সামনে আক্রমণাত্মক ওড়িশা এফসির কঠিন চ্যালেঞ্জ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোয়ার ফতোরদায় ওড়িশা এফসির বিরুদ্ধে মহারণে নামবে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতলে লিগ টেবিলের শীর্ষে উঠে যেতে পারবে এটিকে মোহনবাগান। তবে ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে সবুজ-মেরুণ ব্রিগেডকে।
চারটি হলুদ কার্ড দেখায় সাসপেনশনের শাস্তি পেয়েছেন তারকা মিডফিল্ডার হুগো বৌমোস, এদিকে চোটের জেরে খেলবেন না কার্ল ম্যাকহিউ। এছাড়া চোটের সমস্যা রয়েছে দীপক টাংরিরও। ফলে চিন্তার ভাঁজ পড়েছে কোচ জুয়ান ফেরান্ডোর কপালে।
এদিকে হেড টু হেড বিচার করলে, গত মরশুমে দুটি লিগ ম্যাচেই ওড়িশা এফসিকে হারিয়েছে এটিকে মোহনবাগান। তবে এই মরশুমে এটিকে মোহনবাগানের ডিফেন্স বেশ খারাপ দেখা দিয়েছে, একই অবস্থা ওড়িশা এফসিরও। তবে মুম্বই সিটি এফসিকে চার গোল মারায় অত্যন্ত আত্মবিশ্বাসী থাকবে ওড়িশা। যদিও তাদের অধিনায়ক ভিনিত রাইয়ের মুম্বইয়ে চলে যাওয়াটা বড় ধাক্কা দেবে ওড়িশার মাঝমাঠে।
আহত কার্ল ম্যাকহিউয়ের জায়গায় এটিকে মোহনবাগানের হয়ে দীর্ঘদিন পর শুরু করবেন জনি কাউকো, সম্ভবত এটিই হতে পারে কাউকোর কাছে নিজেদের প্রমাণের শেষ সুযোগ। এদিকে হুগো বৌমোসের জায়গায় শুরু করতে পারেন রয় কৃষ্ণা। ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে ফলস নাইন হিসেবে খেলতে পারেন কৃষ্ণা। আর দীপক টাংরির চোটের সমস্যা জারি থাকলে লেনি রডরিগেজ শুরু থেকে খেলতে পারেন। বাকি দল একই থাকবে বলে ধারণা করা যায়।
ওড়িশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, তিরি, শুভাশিস বোস, দীপক টাংরি / লেনি রডরিগেজ, জনি কাউকো, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা।