নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একাদশে কোনও চমক আনবে এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। একদিকে পরপর তিনটি কঠিন ম্যাচে সাত পয়েন্ট তুলে আনা এটিকে মোহনবাগান, অন্যদিকে একটি ম্যাচেও পয়েন্ট না পাওয়া নর্থইস্ট। ফলে এই ম্যাচে কে ফেভারিট, সে নিয়ে সন্দেহ নেই বলাই যায়।
তবে মাত্র দুই দিন আগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলার জেরে, হয়ত কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন জুয়ান ফেরান্ডো। সেক্ষেত্রে উইনিং কম্বিনেশনে কিছু পরিবর্তন আসতে পারে, তা বলাই যায়।
গোলে শুরু করতে পারেন বিশাল কাইথ। এদিকে তিন ব্যাকের কম্বিনেশনে পরিবর্তন না আসার সম্ভাবনাই রয়েছে। সেক্ষেত্রে প্রীতম কোটাল, ব্র্যান্ডন হ্যামিল ও শুভাশিস বসু খেলবেন।
এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে পরিবর্তন আসতে পারে। দীপক টাংরির সাথে শুরু করতে পারেন কার্ল ম্যাকহিউ। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে জনি কাউকোকে। এদিকে লিস্টন কোলাসোর জায়গায় আশিক কুরুনিয়নকে ব্যবহার করতে পারেন ফেরান্ডো। এবং অপর উইংয়ে খেলবেন মনবীর সিং।
এরপর অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমোস শুরু করবেন, তা নিশ্চিত। এবং ফরোয়ার্ডে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ -
বিশাল কাইথ, প্রীতম কোটাল, শুভাশিস বসু, ব্র্যান্ডন হ্যামিল, দীপক টাংরি, কার্ল ম্যাকহিউ, আশিক কুরুনিয়ন, মনবীর সিং, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস।