ছন্দে ফেরা নর্থইস্টের বিরুদ্ধে এই একাদশে নামবে নতুন যুগের সন্ধিক্ষণে থাকা এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। ধারে-ভারে শক্তিতে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও দলের অন্দরে বড়সড় পরিবর্তন ঘটে গিয়েছে। আন্তোনিও হাবাস লোপেজের বিদায়ের পর নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জুয়ান ফেরান্ডো।
যদিও এই ম্যাচে দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা ও বাস্তব রায়, তবে ফেরান্ডো অবশ্যই নিজের ইনপুট দেবেন এই ম্যাচের জন্য। সম্ভবত, নর্থইস্ট ম্যাচে ডাগআউটেও থাকতে পারেন জুয়ান। এই পরিস্থিতিতে চার ম্যাচ জয়হীন থাকার ধারা ভাঙতে পারবে কি এটিকে মোহনবাগান?
এসসি ইস্টবেঙ্গলকে দাপটে হারিয়ে ছন্দে ফিরেছে খালিদ জামিলের দল। এবার দলে ফিরছেন দুই তারকা বিদেশী দেশর্ন ব্রাউন ও হার্নান সান্তানা। ফলে নর্থইস্টের আক্রমণ স্বাভাবিকভাবেই বাড়বে। খাসা কামারা ও হার্নান সান্তানার সৌজন্যে মাঝমাঠেও দাপট দেখাতে পারে নর্থইস্ট।
এই পরিস্থিতিতে তিরি, প্রীতম কোটাল ও শুভাশিস বোসের তিন ডিফেন্সে নামতে পারে এটিকে মোহনবাগান। এদিকে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে দীপক টাংরি ও লেনি রডরিগেজকে খেলানো হবে। এদিকে দুই উইং থেকে মনবীর সিং ও লিস্টন কোলাসো নিজেদের গতিতে বিভ্রান্ত করবে নর্থইস্ট ডিফেন্সকে। মাঝমাঠে জনি কাউকো ও হুগো বৌমোস ও আক্রমণে রয় কৃষ্ণার মিশেলে এটিকে মোহনবাগান আক্রমণের আশায় থাকবে বলে আশা করা যায়।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং, শুভাশিস বোস, তিরি, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, দীপক টাংরি, লেনি রডরিগেজ, মনবীর সিং, হুগো বৌমোস, জনি কাউকো, রয় কৃষ্ণা।