শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামতে একাদশে কোনও পরিবর্তন করবেন জুয়ান ফেরান্ডো?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইএসএলের মেগা মহারণে নামতে চলেছে মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগান। এবং এই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করতে চাইবে সবুজ-মেরুণ ব্রিগেড। তবে আইএসএলের ইতিহাসে এখনও অবধি মুম্বইয়ের বিরুদ্ধে জয় পায়নি সবুজ-মেরুণ ব্রিগেড।
এই পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে মুম্বইকে প্রথমবার হারাতে মরিয়া থাকবে এটিকে মোহনবাগান। এবং প্রথম একাদশে সম্ভবত কোনও পরিবর্তন না করেই নামবেন হেড কোচ জুয়ান ফেরান্ডো।
গোলে শুরু করবেন বিশাল কাইথ। এদিকে সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন প্রীতম কোটাল, ব্রেন্ডন হ্যামিল ও শুভাশিস বসুর ত্রয়ী। দুই উইংহাফে খেলার সম্ভাবনা রয়েছে আশিস রাই ও মনবীর সিংয়ের।
এদিকে দুই সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করবেন জনি কাউকো ও দীপক টাংরি। পরিবর্ত হিসেবে লেনি রডরিগেজ ও কার্ল ম্যাকহিউয়ের নামার সম্ভাবনা রয়েছে।
এদিকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলা পরিচালনা করবেন হুগো বুমোস। আর আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সাথে থাকবেন লিস্টন কোলাসো।
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ -
বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিস বসু, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, মনবীর সিং, আশিস রাই, জনি কাউকো, দীপক টাংরি, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো।