কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে এটিকে মোহনবাগান, এই বিষয় নিয়ে চিন্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমের মত এবারেও আইএসএলের মরশুম কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরু করবে এটিকে মোহনবাগান। গত বছর আইএসএল ফাইনালে হারের পর এবার সেই কাঙ্খিত খেতাব জিততে মরিয়া সবুজ-মেরুণ ব্রিগেড।
আর এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। গতবারের তুলনায় এবারে এটিকে মোহনবাগানের ভারতীয় ব্রিগেড অনেক বেশি শক্তিশালী। লিস্টন কোলাসো, দীপক টাংরি, আশুতোষ মেহতার উপস্থিতিতে এবারের টুর্নামেন্টে ফেভারিট তারা। এদিকে বিদেশী ব্রিগেডেও বড়সড় অন্তুর্ভুক্তি হয়েছে। ইউরো খেলা জনি কাউকো ও গত আইএসএলের চ্যাম্পিয়ন দলের সদস্য হুগো বৌমোস আসায় অনেকটাই শক্তিশালী এটিকে মোহনবাগান।
তবে এই ম্যাচে নামার আগে বড় আশঙ্কা হল অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার তিরির অনুপস্থিতি। চোটের জেরে খেলতে পারবেন না তিরি। এদিকে সন্দেশ ঝিঙ্গান না থাকায় সমস্যা রয়েছে। সেক্ষেত্রে কিছুটা দূর্বল ডিফেন্স নিয়ে নামতে হবে এটিকে মোহনবাগানকে। ফলে শুভাশিস বোস ও প্রীতম কোটালের সাথে দীপক টাংরি ও মাইকেল সুসাইরাজকে নামাতে পারে এটিকে মোহনবাগান। এছাড়া ডিফেন্সে স্ক্রিনিংয়ের জন্য কার্ল ম্যাকহিউ ও লেনি রডরিগেজকে রাখতে হতে পারেন কোচ আন্তোনিও হাবাসের।
এদিকে হুগো বৌমোসকে কিছুটা নীচে রেখে আক্রমণে থাকবেন মনবীর সিং ও ডেভিড উইলিয়ামস। আর রয় কৃষ্ণা আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। ফলে জনি কাউকো প্রথম ম্যাচে বেঞ্চে থাকবেন।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, দীপক টাংরি, মাইকেল সুসাইরাজ, লেনি রডরিগেজ, লেনি রডরিগেজ, হুগো বৌমোস, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা।