গোয়ার বিরুদ্ধে মহারণে কেমন একাদশ সাজাতে পারে এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। চেন্নাইনের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার বাদ দিলে বাকি ম্যাচগুলিতে অপরাজেয় তকমা বজায় রেখেছে এটিকে মোহনবাগান।
তবে গোয়ার বিরুদ্ধে কাজটা কঠিন হবে জুয়ান ফেরান্ডোর। নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে নামা ফেরান্ডো নিঃসন্দেহে চাইবেন জয় তুলে আনতে। এবং এর জন্য আক্রমণে জোর দিতে চাইবেন স্প্যানিশ কোচ।
গোলে শুরু করবেন বিশাল কাইথ। এদিকে সেন্ট্রাল ডিফেন্সে প্রীতম কোটাল ও ব্র্যান্ডন হ্যামিল রক্ষণভাগ সামলাবেন। দুই সাইডব্যাক হিসেবে আশিস রাই ও শুভাশিস বসু ওভারল্যাপ করবেন। ডিফেন্সিভ স্ক্রিনে জনি কাউকো ও দীপক টাংরিই শুরু করবেন।
এদিকে মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন হুগো বুমোস। আর উইং থেকে ঝড় তুলবেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। আক্রমণে নেতৃত্ব দেবেন দিমিত্রি পেত্রাতোস।
পরিবর্তের কথায় আসলে, দ্বিতীয়ার্ধে টাংরির জায়গায় নামানো হতে পারে লেনি রডরিগেজকে। এছাড়া কিয়ান নাসিরিকে খেলানোর সম্ভাবনা রয়েছে প্রবল। এবং আশিক কুরুনিয়নও নামতে পারেন পরিবর্ত হিসেবে।
এফসি গোয়ার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিস বসু, প্রীতম কোটাল (অধিনায়ক), ব্র্যান্ডন হ্যামিল, আশিস রাই, জনি কাউকো, দীপক টাংরি, হুগো বুমোস, লিস্টন কোলাসো, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস।