শুভাশিসের চোটের জেরে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই বিকল্পকে দলে আনতে চলেছেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান। এই ম্যাচে যে জয় পাবে, সেই লিগ টেবিলে শীর্ষে উঠে যাবে। সুতরাং এই ম্যাচে জিততে মরিয়া থাকবে এটিকে মোহনবাগান।
তবে এই ম্যাচে বড় ধাক্কা হিসেবে এসেছে তারকা উইংব্যাক শুভাশিস বোসের চোট। এর জেরে চিন্তা থাকবে কোচ জুয়ান ফেরান্ডোর মাথায়। তবে শুভাশিসের জায়গায় সম্ভবত মাইকেল সুসাইরাজকে প্রথম থেকে খেলানো হতে পারে।
এদিকে বাকি দল কার্যত একই রাখবে এটিকে মোহনবাগান। গোল অমরিন্দর সিং, দুই ডিপ ডিফেন্ডার হিসেবে খেলবেন প্রীতম কোটাল ও তিরি। এদিকে দুই সাইডব্যাকে আশুতোষ মেহতার সাথে জুড়তে পারেন মাইকেল সুসাইরাজ। এদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাকহিউয়ের সাথে দীপক টাংরি নামবেন।
দুই উইংয়ে খেলবেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আক্রমণ তৈরি করবেন হুগো বৌমোস, আর ফরোয়ার্ড হিসেবে খেলবেন রয় কৃষ্ণা।
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), মাইকেল সুসাইরাজ, তিরি, প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, দীপক টাংরি, কার্ল ম্যাকহিউ, মনবীর সিং, লিস্টন কোলাসো, হুগো বৌমোস, রয় কৃষ্ণা।