হায়দ্রাবাদের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইএসএলের চতুর্থ স্থানে রয়েছে জয়ান ফেরান্ডোর এটিকে মোহনবাগান। ১৪ই ফেব্রুয়ারি সনুজ-মেরুণ ব্রিগেড হায়দ্রাবাদের মাঠে খেলতে নামবে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির সাথে। লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকলেও সুপার-৬ এখনও নিশ্চিত করতে পারেনি এটিকে মোহনবাগান।
১৭ ম্যাচে মেরিনার্সদের পয়েন্ট ২৮ তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় এবং সাত নম্বরে রয়েছে এফসি গোয়া এবং ওড়িশা এফসি। সুতরাং লিগের শেষ ধাপে এসে সামান্য ভুলেও প্লে অফ থেকে ছিটকে যেতে পারে জুয়ানের দল।
হায়দ্রাবাদের বিরুদ্ধে আজ এটিকে মোহনবাগান দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ইতিমধ্যে কার্ড সমস্যায় এই ম্যাচে জুয়ান পাবেন না আশিক কুরুনিয়নকে। কার্ডের জন্য খেলবেন না শুভাশিস বোসও। এছাড়াও চোটের জন্য হায়দ্রাবাদ ম্যাচে নেই কার্ল ম্যাকহিউ। এই ম্যাচে অনিশ্চিত দলের অন্যতম প্রধান স্তম্ভ হুগো বুমোস। প্রথম একাদশে আজ শুরু থেকে দেখা যেতে পারে দলের নতুন বিদেশি স্লাভকো ডামজানোভিচকে এবং নতুন দেশি মিডফিল্ডার পুতিয়াকে।
এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ- বিশাল কাইথ, আশিস রাই, প্রীতম কোটাল, ব্রেন্ডান হ্যামিল, স্লাভকো ডামজানোভিচকে, গ্লেন মার্টিন, পুইতিয়া, ফেডেরিকো গ্যালেগো, মানভির সিং, কিয়ান নাসিরি এবং দিমিত্রি পেত্রাতোস।