এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুণ শিবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই মরশুমের আইএসএলের দুই শক্তিশালী দল এটিকে মোহন বাগান এবং এফসি গোয়া মুখোমুখি হতে চলেছে আসন্ন রবিবার, ২০ নভেম্বর। দুটি দলই ৫টি করে ম্যাচ খেলে লিগের তিন এবং চার নম্বর স্তাহানে রয়েছে। গোয়ার মাঠে শক্তিশালী গোয়া এফসির বিরুদ্ধে নামার আগে আশাবাদী হ্যামিল-প্রীতম।
কলকাতায় ক্লোজ ডোর অনুশীলন করে গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মেরিনার্সরা। যাওয়ার আগে এটিকে মোহনবাগান দলের দুই ভরসা প্রীতম এবং হ্যামিল দলের বর্তমান পরিস্থিতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
আত্মবিশ্বাসী ব্র্যান্ডন হ্যামিল জানিয়েছেন, "আমরাই আইএসএলের সেরা দল এবং আমরা যে কোনও দলকে হারাতে পারি সেটা মাথায় রেখে খেলতে নামব। এফ সি গোয়ার প্রায় সব ম্যাচই আমি দেখেছি, শক্তিশালী দল। আক্রমণে বৈচিত্র্য আছে। পাসিং ফুটবল খেলে আমাদের মতো। কিন্তু আমরা তিন পয়েন্ট আনতে চাই।"
গোয়া ম্যাচ নিয়ে তিনি বলেছেন, "গোয়ার মাঠে খেলা বলে চিন্তিত নই। নিজেদের বেশি সমর্থক মাঠে থাকলে সুবিধা হয় এটা ঠিক, তবে আমরা কেরল ব্লাস্টার্স ম্যাচে প্রমান করেছি যে বিপক্ষের মাঠ ভর্তি সমর্থকদের থামিয়ে আমরা ম্যাচ জিততে পারি। প্রথম দশ মিনিট হয়ত মানিয়ে নিতে সময় লাগবে কিন্তু তারপর আমরাই ম্যাচের রাশ নেব।"
অন্যদিকে প্রীতম কোটাল বলেছেন, "চেন্নাইয়িন ম্যাচে অপ্রত্যাশিত হারের পর যত ম্যাচ গিয়েছে আমাদের দলের খেলার উন্নতি হয়েছে। সবথেকে বড় কথা শেষ মিনিট পর্যন্ত পুরো দল ঝাঁপাচ্ছে। গোল করছে।আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করছি। সামনের সপ্তাহে আমাদের পরপর দুটো কঠিন ম্যাচ আছে। দুটিতে জিততে পারলে আমরা একটা ভাল জায়গায় পৌঁছে যাব। তবে এখন আমাদের ফোকাস শুধুমাত্র গোয়া ম্যাচে।"
গোয়া ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে নামার আগে প্রীতম জানিয়েছেন, "গোয়া শক্তিশালী দল। ওদের নোয়া, এদু বেদিয়া, ইকেরদের পাশাপাশি ব্র্যান্ডন ফার্নান্ডেজ, গ্লেন মার্টিনসরাও ভাল খেলছে। তবে আমি নিজে মনে করি আমরা নিজেদের খেলাটা খেলতে পারলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারব। লিগ টেবিলের উপর দিকে আরও এগোতে হলে এই ম্যাচটায় জিততেই হবে।"