অরিন্দম না অমরিন্দর - কে পেলেন এক নম্বর জার্সি? নয়া ফুটবলাররা পেলেন নতুন জার্সি নম্বর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগান এএফসি কাপ অভিযান শুরু করার আগে তাদের নতুন প্লেয়ারদের জার্সি নম্বর রিলিজ করে দিল। এটিকে মোহনবাগানের ফেসবুক পেজে তারা প্লেয়ারদের জার্সি নম্বর সহ একটি ভিডিও তারা পোস্ট করেছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি প্লেয়ারের নাম লেখা জার্সির নাম্বার দিয়ে পোস্ট করা হয়েছে।
এটিকে মোহনবাগানেতে এবারে এক নম্বর জার্সি পাচ্ছেন অমরিন্দর সিং, তিনি গত মরশুমে চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিতে ছিলেন। যিনি গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে এবারে এটিকে মোহনবাগানে সই করেছেন। এছাড়াও মিডফিল্ডার বিদ্যানন্দ সিংকে দেওয়া হয়েছে ৩ নম্বর জার্সি।
ডিফেন্ডার আশুতোষ মেহতাকে ৬ নম্বর জার্সি, ডিফেন্সিভ মিডফিল্ডার রিকি সাবংকে দেওয়া হয়েছে ১৪ নম্বর জার্সি। অভিষেক সূর্যবংশীকে দেওয়া হয়েছে ১৬ নম্বর জার্সি, মিডফিল্ডার কিয়ান নাসিরিকে দেয়া হয়েছে ২৫ নম্বর জার্সি, ফরওয়ার্ড লিস্টন কোলাসো পেয়েছেন ২৭ নম্বর জার্সি, ডিফেন্ডার দীপক টাংরি পেয়েছেন ২৮ নম্বর জার্সি। এবং সব শেষে মুম্বই সিটি এফসি থেকে আসা তারকা মিডফিল্ডার হুগো বৌমোস পেয়েছেন ১০ নম্বর জার্সি।
এই মুহুর্তে কোচ আন্তোনিও হাবাসের অধীনে মালদ্বীপে অনুশীলন করছে এটিকে মোহনবাগান এফসির ফুটবলাররা।