ধর্ম সংকটে আইএফএ, বেঁকে বসলো এটিকে- মোহনবাগান

মোস্তাফিজুর রহমান : গত সপ্তাহেই কলকাতা লিগে খেলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছিল এটিকে মোহনাবাগান ম্যানেজমেন্ট।
কিন্তু, হঠাতই সুর বদল এটিকে-মোহনবাগানের। কিন্তু কেন? শোনা যাচ্ছে লিগে এবার থাকছে না অবনমন। সমস্যার সূত্রপাত এখানেই এটিকে মোহনাবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশীষ দত্ত জানান, ''যেখানে অবনমন নেই,সেখানে মোহনাবাগান অংশগ্রহন করবে না।''
তবে, সূত্রের খবর ভিন্ন। আসলে ইস্টবেঙ্গলে ডামাডোলে তাদের কলকাতা লিগ খেলা বিশ বাঁও জলে। এদিকে নিয়মের গেরোয় লিগ না খেললে অবনমন নিশ্চিত। তখন সামনে মরসুমে ক্রাইটেরিয়া পূরন করে লিগ খেলতে চাইলেও পারবে না,অবনমনের আওতায় থাকার দরুন। এদিকে ইস্টবেঙ্গল,মোহনাবাগান ছাড়া লিগও যে গরিমা হারাবে,তা নিশ্চিত। তাই আইএফএ করোনার কারন দেখিয়ে অবনমন তুলে দিতে চাইলেও,পরোক্ষে মোহনকর্তা ঠারেঠোরে বোঝাতে চাইলেন যে,আইএফএ ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে। যার জন্য লিগে খেলতে অনীহা প্রকাশ করলো তারা।
তবে আইএফএ সচিব জয়দীপ মুখার্জী বলেন, "আইএফএ বাংলা ফুটবলের অভিভাবক,নির্দিষ্ট কোনো দলের নয়। তবে, আমি আশাবাদী ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান'সহ ১৪ দলকে নিয়েই এবারের সিএফএল করার ব্যাপারে।" এখন দেখার, টানাপোড়নের এই লড়াইয়ের শেষ কোথায়!