পরিবর্তিত হল এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলার সময়! জেনে নিন বিস্তারিত…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপের মূলপর্বে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে এটিকে মোহনবাগান। তবে সবুজ-মেরুণ ব্রিগেডের সূচি নিয়ে ছিল সমস্যা। সেই সমস্যাকে দূর করে এবার নতুন করে সূচি প্রকাশ করল এএফসি।
আগামী ১৮ মে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ হবে বিকেল সাড়ে চারটের সময়। এদিকে ২১ মে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ সাড়ে চারটেয় দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ, অর্থাৎ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের সাথে ম্যাচ হবে আগামী ২৪ মে রাত সাড়ে আটটা।
এর আগে এএফসির তরফ থেকে এটিকে মোহনবাগানের প্রথম দুটি ম্যাচ ফেলা হয়েছিল দুপুর দুটোর সময়। আর এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সমর্থক থেকে কর্মকর্তারা। খোদ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেছিলেন, যেহেতু কলকাতার গরমে ভালো ফুটবল খেলা এবং মাঠে সমর্থকদের আসা সম্ভব নয়।
আর এই কারণে এটিকে মোহনবাগানের তরফ থেকে আবেদন করা হয়েছিল ম্যাচ পিছোনোর। আর সেই আবেদন মঞ্জুর করেছে এএফসি।