হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার, সংশয় বাড়ল এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এটিকে মোহনবাগান ও হায়দারাবাদ এফসি, দুই দলই নিজেদের গত ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল। হায়দরাবাদ ৩-১ স্কোরলাইনে ওড়িশার বিরুদ্ধে পরাজিত হয়েছিল।
অপরদিকে, এটিকে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। তাই উভয় দলই জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর ছিল। এই ম্যাচে জয় পেলে সবুজ মেরুনের লিগ তালিকায় তিনে উঠে আসতে পারত। কিন্তু এদিনও গোলের মুখ খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান।
হায়দরাবাদের বিরূদ্ধে ১-০ গোলে হারতে হল হুয়ান ফেরান্ডো ব্রিগেডকে। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল এটিকে মোহনবাগান। কিন্তু সেই একই অসুখ যেন সারছে না সবুজ মেরুন ব্রিগেডের। গোলের দরজা খুলতে ব্যর্থ তারা।
এদিন ৩-৪-১-২ ফরম্যাটে দল নামিয়েও কাজের কাজটা করতে পারল না তারা। দিমিত্রি, লিস্টনরা ফের ব্যর্থ হল এদিন। প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষ দলের থেকে বল পজিশন বেশি রেখেও গোল করতে পারেনি তারা।
প্রথমার্ধে বেশ কিছু রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়। তবে গোলকিপারদের খুব বেশি কঠিন পরীক্ষার সামনে পড়তে হল না। যাবতীয় আক্রমণ তার আগেই থেমে যাচ্ছিল। হায়দরাবাদ এফসির মহম্মদ ইয়াসির দারুণ একটা সুযোগ পেলেও সবুজ মেরুন শিবিরকে চাপে পড়তে দেননি বিশাল কাইথ। তার আগে দিমিত্রি পেত্রাতোস এটিকে মোহনবাগানকে এগিয়ে দেওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয়।
এটিকে মোহনবাগানের সেরা সুযোগ তৈরি হয় ম্যাচের ২৯ মিনিটে। মনবীর সিং আক্রমণে উঠলেও গোলে শট রাখতে পারেননি। বিশাল কাইথ প্রশংসনীয় একটি সেভ করেন। ম্যাচের শেষ মহূর্ত অবধি চাপ তৈরি করে যায় হায়দরাবাদ। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে হায়দরাবাদের জয়সূচক গোলটি করেন ওগবেচে।