গোকুলামের বিরুদ্ধে পারফর্মেন্সকেও ছাপিয়ে যেতে চান লিস্টন কোলাসো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপার কাপের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালাকে পাঁচ গোলে উড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। আর এই জয়ের নায়ক নিঃসন্দেহে লিস্টন কোলাসো। দুটি দর্শনীয় গোল করে মোহনবাগানকে জিতিয়েছেন লিস্টন।
সেই জয় ও নিজের পারফর্মেন্স নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিস্টন বলেছেন, "বহুদিন পর একটি ম্যাচ জোড়া গোল করলাম। নিজেকে এখন বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। পরের ম্যাচগুলোতে এই ধারা অব্যাহত রাখাই আমার কাছে চ্যালেঞ্জ। সেটা করতে পারব বলে আশা করি। যে কোনও কারণেই হোক, আইএসএলে আমি সেভাবে সফল হতে পারিনি। ভাগ্যেরও সহায়তা পাইনি। বহু সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি। বিপক্ষের গোলকিপাররা আমার নিশ্চিত গোলের শোট আটকে দিয়েছে।"
"কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল, যে আজ না হোক কাল আমি পারবই। গোকুলাম ম্যাচ খেলতে নামার আগে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে কিছু করতেই হবে। সেটা করতে পেরে ভালো লাগছে। শুধু আমি নই, পুরো দল ভালো খেলেছে।"
গোকুলামের বিরুদ্ধে দুটি গোলই দর্শনীয়, কিন্তু এর মধ্যে কোনটিকে সেরা বাছবেন? এই নিয়ে লিস্টন বলেছেন, "গোকুলামের বিরুদ্ধে আমার দুটো গোলের মধ্যে দ্বিতীয়টিকেই সেরা বাছব। কারণ অনেক দূর থেকে শটটা মেরেছিলাম। বহুদিন পর শুধু গোল পেলাম না, ম্যাচের সেরাও হলাম। এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ম্যাচ সেরার পুরষ্কারটা আমি তাই উৎসর্গ করতে চাই ঈশ্বর ও আমার পরিবারকে।"
এবার সামনে জামসেদপুর এফসি, যারা ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে এফসি গোয়াকে পাঁচ গোল দিয়েছে। এই পরিস্থিতিতে জামসেদপুরকে হেলাফেলা করা যাবে না, সেটি বুঝে গিয়েছেন লিস্টন কোলাসো।
এই নিয়ে লিস্টন বলেছেন, "পরের ম্যাচ জামসেদপুরের সঙ্গে। কঠিন ম্যাচ। জেতা সহজ হবে না। ওরাও শুরুটা খুব ভালো করেছে। গোয়ার মত দলের বিরুদ্ধে আমাদের মতই পাঁচটা গোল করেছে।"
শেষে লিস্টন বলেছেন, "আইএসএল আর সুপার কাপ আলাদা। এখানে সব ম্যাচ জিততে হবে ভাবনা নিয়ে নামতে হয়। তবে আমাদের শুরুটা ভালো হয়েছে। এটা ধরে রাখতে পারলে জামসেদপুরকে হারাতে পারব। তবে আবার বলছি, গোকুলামের চেয়েও এই ম্যাচটা কঠিন হবে। প্রথম ম্যাচে যা খেলেছি সেটাও ছাপিয়ে যেতে হবে। জেতার ব্যাপারে আমার মত আমাদের ড্রেসিংরুমও দারুণভাবে আত্মবিশ্বাসী।"