এএফসি কাপ নিয়ে দ্বিধাভক্ত এটিকে-মোহনবাগান, রয় কৃষ্ণার আগমণে রয়েছে সমস্যা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৪ মে এএফসি কাপের মহারণ শুরু করার কথা এটিকে-মোহনবাগানের। সেই জন্য কয়েক দিন আগে প্রস্তুতি শিবির শুরু করার কথা ছিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু করোনা পরিস্থিতির জেরে কলকাতায় প্রস্তুতি শিবির স্থগিত হয়ে যায়। এই অবস্থায় এএফসি কাপ খেলতে এই অতিমারির মাঝে মালদ্বীপ যাবে কিনা এটিকে-মোহনবাগান, সে নিয়ে দ্বিধাভক্ত টিম ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতির জন্য দুটি পরিস্থিতির কথা ভাবনাচিন্তা করছে ম্যানেজমেন্ট। প্রথমটি হল, সূচিতে বদল না ঘটলে সরাসরি মালদ্বীপ উড়ে যেতে হবে এটিকে-মোহনবাগান টিমকে। সেক্ষেত্রে আগামী ১০ মে এর মধ্যে মালদ্বীপ চলে যেতে হবে তাদের। যে কারণে কোচ আন্তোনিও হাবাস এবং বিদেশী খেলোয়াড়দের নিজেদের দেশ থেকে মালদ্বীপে যেতে বলতে পারে ম্যানেজমেন্ট।
দ্বিতীয় যে পরিস্থিতি, তা হল এটিকে-মোহনবাগান চাইছে না এই অতিমারির মাঝে খেলোয়াড়দের সুরক্ষায় ঝুঁকি নিয়ে বিদেশে যেতে। সেই কারণে এএফসিকে মেল করবে ম্যানেজমেন্ট, যাতে অংশ না নিতে পারলে কোনওরকম শাস্তির মুখে পড়তে না হয় তাদের।
যদিও যা পরিস্থিতি, তাতে বিষয়টি পুরো নির্ভর করবে এএফসির সূচি বদলের সিদ্ধান্তের উপর। কারণ আগামী ১১ মে মালদ্বীপে বেঙ্গালুরু এফসি ও ক্লাব ঈগলসের মধ্যে প্লেঅফসের ম্যাচের সূচি এখনও পরিবর্তিত হয়নি। ফলে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, সে নিয়ে সন্দেহ নেই।
তবে এএফসি কাপে যাওয়ার আগে বড় চিন্তায় এটিকে-মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপে মালদ্বীপে সবুজ-মেরুণের শিবিরে তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা আসতে পারবেন কিনা, সে নিয়ে রয়েছে অনিশ্চয়তয়া। করোনার জেরে দুই দিনের লকডাউন জারি ছিল ফিজিতে, যদিও সোমবার তা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এই মুহুর্তে বিমানের ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে রয় কৃষ্ণার আগমণের বিষয়টিও মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য।