এএফসি কাপ খেলা নিয়ে প্রচন্ড অস্বস্তিতে এটিকে-মোহনবাগান, যাচ্ছেন না অরিন্দম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১০ মে এর মধ্যে এএফসি কাপ খেলতে মালদ্বীপ রওনা হতে হবে এটিকে-মোহনবাগানকে। এদিকে বিনা প্র্যাকটিস ও দলের একাধিক তারকার অনিশ্চয়তাও ভাবাচ্ছে ম্যানেজেমেন্টকে। এই অবস্থায় এএফসি কাপ খেলতে যাবে কিনা সবুজ-মেরুণ শিবির, সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
এই নিয়ে এবার শুক্রবার এএফসিকে আবারও চিঠি দিল এটিকে-মোহনবাগান, যাতে তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া বা স্থগিত করা যেতে পারে কিনা। চিঠি পেয়ে পরিস্থিতি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে এএফসি। এদিকে এই নিয়ে এএফসি কর্তাদের সাথে কথাও বলেছেন ফেডারেশন সচিব কুশল দাস।
করোনা পরিস্থিতির মধ্যে বেশ কিছু খেলোয়াড়কে সম্ভবত পাচ্ছে না এটিকে-মোহনবাগান। ফিজিতে লকডাউন চলায় রয় কৃষ্ণা আটকে রয়েছেন, অস্ট্রেলিয়া থেকে বিমান না ওড়ায় অনিশ্চিত ডেভিড উইলিয়ামস, এদিকে মা করোনায় আক্রান্ত হওয়ায় দলের সাথে যাচ্ছেন না গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ফলে ভাঙাচোরা ও অনুশীলনের বাইরে থাকা টিম নিয়ে যেতে চাইছে না এটিকে-মোহনবাগান।
যদিও সূচি পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই এএফসির। বেঙ্গালুরু এফসি ইতিমধ্যেই মালদ্বীপ পৌঁছে গিয়েছে এবং সেখানে ক্লাব ঈগলসের বিরুদ্ধে প্লে অফস ম্যাচও খেলবে তারা। ভারতের একটি ক্লাব ইতিমধ্যেই মালদ্বীপ পৌঁছেছে, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসও মালদ্বীপ যাওয়ার মুখে, এদিকে মাঝপথে লিগ স্থগিত করলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে এএফসি। সব মিলিয়ে সূচিতে পরিবর্তন না করার সম্ভাবনাই বেশি এএফসির।