জামসেদপুরকে সমীহ করলেও জেতার বিষয়ে প্রত্যয়ী হুগো বুমোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপার কাপের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালাকে পাঁচ গোলে উড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। এবার সামনে জামসেদপুর এফসি, যারা ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে এফসি গোয়াকে পাঁচ গোল দিয়েছে।
এই পরিস্থিতিতে জামসেদপুরকে হেলাফেলা করা যাবে না, সেটি বুঝে গিয়েছে এটিকে মোহনবাগান। এবার এই জামসেদপুরকে নিয়েই নিজের বার্তা জানালেন তারকা বিদেশী মিডফিল্ডার হুগো বুমোস।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হুগো বলেছেন, "আমরা যেভাবে সুপার কাপ শুরু করতে চেয়েছিলাম, সেটা করেছি। এখন আমাদের লক্ষ্য হবে সামনের দিকে তাঁকানো। গোকুলামের কাছে গত বছর আমরা এএফসি কাপে হেরেছিলাম। ওরা আইলিগে ভালো খেলে এসেছে। ফলে জয়টা অত সহজ ছিল না। কিন্তু গত এক বছরে আমাদের দল যে সব দিক থেকে অনেক উন্নতি করেছে, সেটা ফলেই প্রমাণিত।"
"তবে এটা ঘটনা যে আইএসএল ট্রফি জয়, পুরো দলকে অনেক আত্মবিশ্বাসী ও একাত্ম করে তুলেছে। কোচ এবং পুরো টিমে তার প্রভাব পড়ছে। আমরা একটা টিম হিসেবে খেলেছি। সবাই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছে। সবাই চাইছে এই টুর্নামেন্ট জিততে।"
পরের প্রতিপক্ষ জামসেদপুরকে নিয়ে হুগো বলেছেন, "জামসেদপুরও প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে পাঁচ গোল করেছে। ফলে পরের ম্যাচে আমরা একটা কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে চলেহি। ওদের ম্যাচ দেখলাম। সেট পিসে জামসেদপুর বেশ ভালো। গোলও করেছে সেট পিস থেকে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিনিকালি দলটা ভালো খেলছে। কয়েকজন লম্বা ফুটবলার রয়েছে টিমে। সেটা ওদের বাড়তি সুবিধা।"
এদিকে আইএসএল আর সুপার কাপের চ্যালেঞ্জ আলাদা, সেটি বুঝছেন হুগো। তিনি বলেছেন, "আইএসএলের সাথে সুপার কাপের অনেক তফাৎ। এটা নক আউট প্রতিযোগিতা। গ্রুপ থেকে একটা দল সেমি ফাইনালে যাবে। ফলে ড্র করাটা হারেরই সামিল। সেজন্যই আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি একা নই, প্রথম ম্যাচে পুরো দল ভালো খেলেছে। চার জন গোল পেয়েছে। লিস্টন অসাধারণ দুটো গোল করেছে। মনবীর, কিয়ানরা গোল পেয়েছে। এটা দলের পক্ষে ভালো।"
শেষে নিজেদের লক্ষ্য নিয়ে হুগো বলেছেন, "কোঝিকোড়ে আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি। তবে এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা মাথায় রেখে খেলতে নামছি না। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। জামসেদপুরের পর গোয়ার সাথে গ্রুপে খেলতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচ জিততে হবে, এটা মাথায় রাখছি।"
শেষে হুগো বলেছেন, "আপাতত আমাদের সবার মাথায় জামসেদপুর ম্যাচ। ওটাই এখন আমাদের ফোকাস। ওরাও যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে। শুরু থেকেই সেই জন্য আমাদের জেতার জন্য ঝাঁপাতে হবে।"