ফের গোলের মুখ খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছিল, এটিকে মোহনবাগান ও জামশেদপুর এফসি। রক্ষণাত্মক ভাবে এটিকে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে প্রশংসনীয় পারফরম্যান্স দেখালেও তাদের আক্রমণাত্মক পারফরম্যান্স খুবই খারাপ। মাত্র ২০ গোলে চলতি মরসুমে চতুর্থ সর্বনিম্ন গোলের রেকর্ড গড়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
হুয়ান ফেরান্ডোর দল এই ম্যাচ পুরো তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল, যাতে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়।
কিন্তু এদিনও গোলের মুখ খুলতে ব্যর্থ হল এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরকে দলে এনে কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা থাকলেও এদিনও তা কাজে এল না। বার বার আক্রমণ করলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হল সবুজ-মেরুণ ব্রিগেড। ম্যাচের ফলাফল ০-০
প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল। কিন্তু গোল আসেনি। জামশেদপুরের মিডফিল্ডার জে এমানুুয়েল-থমাস দু’টি গোল মিস করেন। একই ভাবে সবুজ-মেরুনের বিশাল কৈথও গোল মিস করেন।
দ্বিতীয়ার্ধের ঠিক আগে বড় সুযোগ ফসকান জামশেদপুরের বরিস সিং। যদিও বল পজেশন কিংবা গোলে শটের নিরিখে এগিয়েই ছিল এটিকে মোহনবাগান। তবে ৩ পয়েন্ট আনতে গেলে গোল লাগত। যা আসেনি। উল্টো দিকে জামশেদপুরও সুযোগ নষ্ট না করলে অঘটন ঘটিয়েই দিতে পারত। তবে এটিকে মোহনবাগানের অনেক চেষ্টার পরও এল না জয়। ফলে সন্তুষ্ট থাকতে হল ১ পয়েন্ট নিয়েই।