বৌমোস-কাউকোর জুটি আমার খেলাকে আরও ধারালো করবে : উচ্ছ্বাসের বার্তা দিলেন রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা ছিল, এটিকে মোহনবাগান ছাড়তে পারেন রয় কৃষ্ণা। কিন্তু শেষ অবধি সবুজ-মেরুণ ব্রিগেডেই থেকে গেলেন ফিজির তারকা ফরোয়ার্ড। আর এরই সাথে আসন্ন এএফসি কাপে এটিকে মোহনবাগানের জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি রয় কৃষ্ণা।
তবে এই বছর দলে বেশ কিছু নতুন খেলোয়াড় জুড়েছে। নয়া বিদেশী হিসেবে এসেছেন জনি কাউকো ও হুগো বৌমোস। এই নিয়ে রয় কৃষ্ণা একটি সাক্ষাৎকারে বলেছেন, "আমরা বৌমোস ও কাউকোর মত কিছু দারুণ সাইনিং করিয়েছি। আমরা দুই দিন ধরে অনুশীলন করছি আর আমরা ইতিমধ্যেই একাত্ম হয়ে উঠেছি। এখনও অনেক উন্নতি বাকি কিন্তু আমি খুবই উদগ্রীব। আমার মনে হয় এই দুই খেলোয়াড়ের উপস্থিতি আমার খেলা আরও উন্নতি করবে এবং আমার ফুটবল জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া এই মরশুমে ওদের থেকে যে সুবিধা পাব তা অবিশ্বাস্য। এই ছেলেদের সাথে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"
এদিকে এটিকে মোহনবাগানে থাকতে পেরে বেশ খুশি রয় কৃষ্ণা। তিনি বলেছেন, "ফিরে এসে খুব খুশি। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। অনেক অপশন ছিল বটে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, মনে হয়েছে আমি বাড়ি ফিরে এসেছি। এবং শুধু ক্লাব নয়, ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা আমায় আরও তা বুঝিয়েছে। তাই আমি খুব খুশি ফিরতে পেরে এবং মরশুম শুরুর জন্য অপেক্ষা করতে পারছি না। যদিও এটিকে মোহনবাগানে ফিরে আসার ক্ষেত্রে কোনও সন্দেহ ছিল না। যেভাবে আমরা গত মরশুমে শেষ করেছিলাম, কিন্তু কৃতিত্ব দিতেই হবে মুম্বই সিটি এফসিকে, ওরা যোগ্য বিজয়ী ছিল। আমার একইরকম খিদে থাকবে এই মরশুমে এবং আশা করছি আমরা আরও ভালো দল হয়ে নামব।"
এএফসি কাপের মত এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। তিনি বলেছেন, "এটি খুব বড় ব্যাপার। প্রথমত আমরা ভাগ্যবান এই টুর্নামেন্টে খেলার জন্য। প্রতিটি খেলোয়াড় এই প্রতিযোগিতা খেলতে চায়, শুধু বিদেশীরা নয় স্থানীয় ছেলেরাও চায়। ওদের কাছে বড় সুযোগ রয়েছে নিজেদের প্রতিভাকে বড় বড় ক্লাবের বিরুদ্ধে সামনে রাখার। খুবই উদগ্রীব, আশা করছি আমরা এই প্রতিযোগিতায় ভালো কিছু করব এবং সাফল্য লাভ করব।"
শেষে, গত আইএসএলে কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করাটা এখনও মনে রেখেছেন রয় কৃষ্ণা। তিনি বলেছেন, "একজন খেলোয়াড় হিসেবে আপনি ইতিহাস তৈরি করতে চান। এসসি ইস্টবেঙ্গল অন্যতম সেরা ক্লাব। ডার্বিতে নামার আগে, আমি দুই ক্লাবের ইতিহাস সম্বন্ধে এত কিছু পড়েছি। দুটি ম্যাচে গোল করা, খুবই সম্মানের। কিন্তু সেটি এখন ইতিহাস। আশা করছি এই মরশুমে আরও বেশি গোল করব।"