ইস্টবেঙ্গলকে হারানোর ক্ষমতা রাখি আমরা! হুঙ্কার দিমিত্রি পেত্রাতোসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার চলতি আইএসএলের দ্বিতীয় কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আইএসএলে যে ছয়টি কলকাতা ডার্বি হয়েছে, প্রতিটিতেই জিতেছে এটিকে মোহনবাগান।
এবার সপ্তমবার বড় ম্যাচ জিততে মরিয়া থাকবে সবুজ-মেরুণ ব্রিগেড। আর এক্ষেত্রে বড় ভূমিকা থাকবে এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। তিনি মনে করছেন, ইস্টবেঙ্গল যথেষ্ট মোটিভেশন নিয়ে নামবে।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি বলেছেন, "ডার্বি বিশ্বের যেখানেই খেলা হোক, সব সময়ই সেটা মর্যাদার ম্যাচ। আমি অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্লাবের হয়ে বেশ কয়েকটা ডার্বি খেলেছি। যে মানসিকতা নিয়ে সেখানে খেলেছি এখানেও সেই মানসিকতা নিয়েই খেলতে নামি। ইস্টবেঙ্গল প্লেঅফ থেকে ছিটকে গিয়েছে বলে ডার্বিতে মোটিভেশন পাবে না, এটা মনে করি না।"
এদিকে সবুজ-মেরুণ সমর্থকদের প্রত্যাশা পূরণ করাটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটিও জানিয়েছেন দিমিত্রি। তিনি বলেছেন, "সবুজ-মেরুণ সমর্থকদের কাছে এই ম্যাচ যেমন মর্যাদার, তেমনই আমাদের কাছেও। প্লেঅফে খেলতে নামার আগে এটা আমাদের শেষ লিগ ম্যাচ। তাই জিততেই হবে। তিন নম্বরে থাকার লড়াইও আমাদের। সব থেকে বড় কথা, মাঠ ভর্তি সবুজ-মেরুণ সমর্থকরা থাকবেন, তাদের খুশি করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।"
যদিও লিগ টেবিলের দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গলকে সমীহই করছেন দিমিত্রি। তিনি বলেছেন, "ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। বিশেষ করে ওদের আক্রমণভাগ এবং উইংপ্লে যথেষ্ট শক্তিশালী। লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে এসে আমাদের বিরুদ্ধে খেলতে নামছে। ফলে ওদের খাটো করে দেখার কোনও কারণ নেই।"
শেষে দিমিত্রি জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল সহ যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে এটিকে মোহনবাগান। তিনি বলেছেন, "আমি অবশ্য অন্য দলের খেলার চেয়ে নিজেদের খেলা নিয়ে বেশি ভাবি। আমি গোল করলাম কি না সেটা বড় কথা নয়, আমরা ম্যাচ জিতব এটাই বড় কথা। আমাদের দলের যা শক্তি তাতে ইস্টবেঙ্গল কেন, আইএসএলের সব দলকে হারানোর মত শক্তি রাখে। শুধু নিজেদের খেলাটা খেলতে হবে।"