হায়দ্রাবাদকে নিয়ে হোমওয়ার্ক করে জেতার বিষয়ে আশাবাদী দিমিত্রি পেত্রাতোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে এটিকে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে ০-৩ ফলে কঠিন হারকে ভুলে লিগ টপারদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া থাকবে এটিকে মোহনবাগান।
আর সেই কারণে বিগত কয়েক দিন ধরে মোহনবাগান মাঠে ক্লোজড ডোর অনুশীলন সারছে সবুজ-মেরুণ ব্রিগেড। প্রতিটা বিভাগে বোঝাপড়া বাড়াতে ও গোলের রাস্তা খুলতে জোর দিচ্ছেন হেড কোচ জুয়ান ফেরান্ডো।
এই পরিস্থিতিতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জেতার বিষয়ে আশ্বাস দিয়েছেন দলের তারকা বিদেশী ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে, দিমিত্রি জানিয়েছেন, কিভাবে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন এই ম্যাচের জন্য।
দিমিত্রি বলেছেন, "লিগ শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামছি, সে জন্য বাড়তি উদ্যম নিয়ে খেলতে নামব আমরা। কারণ এই ম্যাচটা জিততে পারলে লিগ টেবিলে একটু ভালো জায়গায় পৌঁছে যাব।"
এদিকে গোয়ার বিরুদ্ধে হারকে ভুলে এগিয়ে যেতে চান দিমিত্রি। তিনি বলেছেন, "হার-জিত খেলারই অঙ্গ। সবাই সব ম্যাচ জেতে না। হেরে গেলে পরের ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হয়। সেটা করার জন্য আমরা তৈরি হচ্ছি। এফসি গোয়া ম্যাচ আমাদের কাছে অতীত। ঐ ম্যাচে আমরা কেউই ভালো খেলতে পারিনি। সবারই কিছু না কিছু ভুল ছিল। সেই ভুল গুলো যাতে না হয় সেটা সবারই মাথায় রাখতে হবে।"
এদিকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে প্রস্তুতি ভালোই সারছেন দিমিত্রি। তিনি বলেছেন, "হায়দ্রাবাদের প্রায় সব খেলাই দেখেছি। আমার এক অস্ট্রেলীয় বন্ধু ফুটবলার ওদের দলে আছে। তার কাছেই শুনলাম প্রায় পুরো দলটা তিন বছর এক সঙ্গে খেলছে। সেই সুবিধাটা ওরা পাচ্ছে। আমি নতুন হিসেবে যোগ দিলেও আমাদের দলেও অনেক ফুটবলার রয়েছে যারা অনেক দিন একসঙ্গে খেলছে। ফলে জেতার ব্যাপারে আমরা আশাবাদী। হায়দ্রাবাদকে যে কোনও মূল্যে থামাতে হবেই।"