আইএসএল শুরুর কয়েক দিন আগে ভারত ছাড়ছেন এটিকে মোহনবাগানের বিদেশীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগের সুপার সিক্স পর্ব থেকে নিজেদের নাম প্রত্যাহার করলেও অনুশীলনে খামতি ছিল না এটিকে মোহনবাগানের। আগামী ১০ অক্টোবর চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করবে সবুজ-মেরুণ ব্রিগেড, আর তার জন্য গত কয়েক দিন ক্লোজড ডোর অনুশীলন করে চলেছে জুয়ান ফেরান্ডোর ছেলেরা।
কিন্তু, আইএসএল শুরুর কয়েক দিন আগে ভারত ছাড়ছেন এটিকে মোহনবাগানের ছয় বিদেশী। কিন্তু প্রথম ম্যাচের ১০ দিন আগে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট?
শুক্রবার, আইএসএলের জন্য ফটোশুটে অংশ নেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। এবং তার পরেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, হুগো বুমোস, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ ও দিমিত্রি পেত্রাতোস।
যা খবর, একটানা অনুশীলনের পর খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। যদিও বিদেশীদের ইচ্ছে ছিল, কলকাতার দূর্গাপুজো উপভোগ করার। কিন্তু প্রবল ভিড়ের জেরে সেই অনুমতি দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সেই কারণে দুবাইয়ে পরিবারের সাথে অল্প কয়েক দিনের জন্য ছুটি কাটাবেন বিদেশীরা।
এছাড়া ভিনরাজ্যের খেলোয়াড়রা যে যার রাজ্যে ফিরে যাবেন, এবং বাঙালি ফুটবলাররাও ফিরে যাবেন যে যার বাড়ি।
তাহলে প্রশ্ন হল, কবে ভারতে ফিরবেন বিদেশীরা? যা খবর, আগামী ৪ অক্টোবর কলকাতায় পুনর্মিলিত হবে সবুজ-মেরুণ ব্রিগেডের ফুটবলাররা। এবং ৫ অক্টোবর থেকে পুরোদমে অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান।