কলকাতায় এএফসি কাপ খেলবে না এটিকে-মোহনবাগান, দোহায় হতে পারে প্রস্তুতি শিবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপের স্থগিত হওয়া সাউথ জোনের ম্যাচগুলি আগামী জুন-জুলাই মাসে আয়োজন করা হবে। আর এই কারণে আয়োজনের জন্য ওপেন বিড ডেকেছে এএফসি। মালদ্বীপ ছাড়াও ভারত ও বাংলাদেশ আবেদন করতে পারবে আয়োজনের জন্য। কিন্তু সুযোগ পেয়েও ঘরের মাঠে এএফসি কাপ না খেলার সিদ্ধান্ত নিল এটিকে-মোহনবাগান।
জানা গিয়েছে, এটিকে-মোহনবাগান এই মর্মে এএফসিকে চিঠি দিয়ে জানিয়েছে, ঘরের মাঠে তারা এএফসি কাপ খেলতে আগ্রহী নয়। বলা বাহুল্য, এর আগে কলকাতায় এএফসি কাপের সাউথ জোনের ম্যাচগুলি আয়োজনের আবেদন করেছিল খোদ এটিকে-মোহনবাগানই।
তাহলে কেন নিজেদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরল সবুজ-মেরুণ ব্রিগেড? মূলত বাংলা ও সারা দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে এখানে আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না এটিকে-মোহনবাগান। আর এর জেরে হয়ত মালদ্বীপেই এএফসি কাপ খেলতে চাইবে তারা।
এদিকে করোনার এই পরিস্থিতিতে কলকাতা বা দেশের কোথাও প্রস্তুতি শিবির করতে চাইছে না এটিকে-মোহনবাগান। এই পরিস্থিতিতে সম্ভবত দোহায় প্রস্তুতি শিবির রাখতে পারেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ। সূত্র অনুযায়ী, এটিকে-মোহনবাগানের বেশ কিছু খেলোয়াড় বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে দোহা উড়ে গিয়েছে, আর এর জেরে সেখানে বাকি স্বদেশী ও বিদেশী ফুটবলারদের নিয়ে অনুশীলন করলে সহজেই সেই শিবিরে যোগ দিতে পারবেন তারকা খেলোয়াড়রা।