ম্যাচের আগের দিনও অনুশীলনে নামল না এটিকে মোহনবাগান, আদৌ কি হবে খেলা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। কিন্তু ম্যাচের আগের দিনও অনুশীলনে নামেনি সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই নিয়ে বড় প্রশ্ন উঠেছে, তবে কি আদৌ বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে নামবে এটিকে মোহনবাগান?
জানা গিয়েছে, এখনও অবধি শনিবারের ম্যাচ বাতিল বা স্থগিতের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান ম্যাচ আপাতত জারি রয়েছে বলেই খবর। তবে শুক্রবার এটিকে মোহনবাগানের কোনও ফুটবলার অনুশীলনে নামেনি।
এদিকে যা খবর, করোনা আক্রান্ত ফুটবলারদের আইসোলেশনে রেখে অনুশীলনে নামার ইচ্ছাপ্রকাশ করেছিল এটিকে মোহনবাগান। কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুশীলনে না নামার নির্দেশ দেয় আয়োজকরা।