ডার্বি অপরাজিত থাকা শুভাশিস বসু চাপ নিতে নারাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার চলতি আইএসএলের দ্বিতীয় কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আইএসএলে যে ছয়টি কলকাতা ডার্বি হয়েছে, প্রতিটিতেই জিতেছে এটিকে মোহনবাগান।
এবার সপ্তমবার বড় ম্যাচ জিততে মরিয়া থাকবে সবুজ-মেরুণ ব্রিগেড। এর আগে একাধিক ডার্বি খেলেছেন বাঙালি ডিফেন্ডার শুভাশিস বসু। কখনও বড় ম্যাচ হারেননি। আর এবারেও না হারার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন শুভাশিস।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভাশিস বলেছেন, "আজ পর্যন্ত কোনও ডার্বিতে আমি হারিনি। গত সাতটা ডার্বিতে জিতেছি। সেই রেকর্ড অক্ষত রাখতে চাই। এবারও জিতব। জিততেই হবে। কারণ আমাদের তিন নম্বরে থেকে নিজেদের মাঠে খেলার সুবিধাটা সুনিশ্চিত করতে হবে। আগে তিন নম্বরে তো থাকি, তারপর প্লেঅফে কে সামনে পড়বে দেখব।"
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে নিয়ে শুভাশিস বলেছেন, "প্লেঅফ থেকে ছিটকে গেলেও ইস্টবেঙ্গল ভালো খেলছে। শেষ ম্যাচে তো লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছে। ওদের এই টুর্নামেন্ট থেকে আর হারানোর কিছু নেই। সর্বশক্তি নিয়ে তাই ঝাঁপাবে। কারণ কলকাতায় সমর্থকদের আমি যতটা জানি তাতে, সব ম্যাচ হারলেও ডার্বি জিতলে সব কিছু ভুলে যায় ওরা।"
ডার্বির উত্তাপ শুধু বাঙালি ফুটবলারদের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটিও জানিয়েছেন শুভাশিস। তিনি বলেছেন, "আমরা যারা বাংলার ছেলে, তাদের কাছে ডার্বির মাহাত্ম্যটাই আলাদা। তবে এখন ড্রেসিংরুমে দেখি অন্য রাজ্যের ফুটবলার বা বিদেশীরাও ডার্বিকে মর্যাদার ম্যাচ হিসেবে নেয়।"
ডার্বিতে কোনওরকম চাপ নিতে নারাজ শুভাশিস। তিনি বলেছেন, "ডার্বিতে আমাদের কোনও চাপ নেই। কেরালা ম্যাচে আমাদের দল প্রমাণ করেছে চাপের মুখ থেকে কিভাবে বেরিয়ে এসে জিততে হয়। বহুদিন ডার্বি খেলেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ম্যাচে কেউ ফেভারিট নয়। অনেক সময় সেরাটা খেলেও হেরে যেতে হয়। খাতায় কলমের হিসেব এখানে মেলে না।"
শেষে শুভাশিস বলেছেন, "তবে আমাদের ড্রেসিংরুমের যা মানসিকতা সবাই একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি, জেতার জন্য মরিয়া। কারণ প্লেঅফে উঠে গেলেও ডার্বিকে সবাই গুরুত্ব দিচ্ছে। কারণ নতুন দলে যোগ দেওয়া দুই-তিনজন বাদে সবারই ডার্বি খেলার অভিজ্ঞতা আছে। এবং জিতে ফেরার অভ্যেসও আছে।"