ক্লেইটনকে আগেও হারিয়েছি, আবারও হারাব - ডার্বিতে আত্মবিশ্বাসী স্লাভকো ডামজানোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার চলতি আইএসএলের দ্বিতীয় কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আইএসএলে যে ছয়টি কলকাতা ডার্বি হয়েছে, প্রতিটিতেই জিতেছে এটিকে মোহনবাগান।
এবার সপ্তমবার বড় ম্যাচ জিততে মরিয়া থাকবে সবুজ-মেরুণ ব্রিগেড। এবারের ডার্বিতে সাসপেনশনের কারণে খেলবেন না ব্র্যান্ডন হ্যামিল। ফলে এটিকে মোহনবাগানের রক্ষণের দায়িত্ব নিতে হবে স্লাভকো ডামজানোভিচ। প্রথমবার খেলবেন কলকাতা ডার্বি। ফলে বাড়তি চাপ থাকবেই।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্লাভকো সমীহ করেন ইস্টবেঙ্গলের আক্রমণভাগের। কিন্তু এরই সাথে হুঁশিয়ারি দিয়ে দেন লাল-হলুদের তারকা ফরোয়ার্ড ক্লেইটন সিলভাকে।
ডামজানোভিচ বলেছেন, "ইস্টবেঙ্গলের সব থেকে শক্তিশালী হল ওদের আক্রমণভাগ। ওদের ক্লেইটন সিলভা খুব ভালো স্ট্রাইকার। সুযোগসন্ধানী, গোলটা চেনে। ১২টা গোল করেছে এবার। কিন্তু ও যখন অন্য ক্লাবে খেলত তখন আমিও অন্য ক্লাবের জার্সিতে আইএসএলের মাঠে ক্লেইটনের বিরুদ্ধে দুবার খেলেছি। একবারও আমাকে হারাতে পারেনি। ওর খেলার ধরণটা আমি জানি। এবারও আমার সঙ্গে পারবে না। মানে, গোল করতে দেব না এই শপথ নিয়েই নামব।"
হ্যামিলের না থাকায় বড় ম্যাচে শুরু করবেন, এটি কি বাড়তি চাপ? এই নিয়ে স্লাভকো বলেছেন, "হ্যামিল অনেক ম্যাচ খেলেছে। ক্লান্ত। সেই জায়গায় পূরণ করতে কোচ হয়ত আমাকে নামাবেন। আমি ইতিমধ্যেই কয়েকটা ম্যাচে আংশিক সময় খেলেছি। দলের সাথে মানিয়ে নিয়েছি। শুরু থেকে যদি আমি নামি তা হলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।"
ডার্বি কোনও নতুন ব্যাপার নয় স্লাভকোর কাছে। এর আগে খেলেছেন সার্বিয়ান ডার্বিতে। এই নিয়ে বিদেশী এই ডিফেন্ডার বলেছেন, "আমি যেখানে খেলতাম সেখানকার সার্বিয়ান ডার্বিতে আমি নিয়মিত খেলেছি। তা সত্ত্বেও কলকাতা ডার্বিতে খেলতে প্রথম নামব, এটা ভেবে বেশ রোমাঞ্চিত হচ্ছি। স্টেডিয়াম ভর্তি সমর্থকের সামনে খেলতে নামব এটাই আমার কাছে বাড়তি মোটিভেশন। ইউটিউব ভিডিও এবং কিছু ক্লিপিংস দেখেছি। সবুজ-মেরুণ সমর্থকদের আবেগ দেখেছি এখানে। প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামব বলে কোনও চাপ নেই। আর চাপ না থাকলে তো খেলার মজাটাই থাকে না। সেটা উপভোগ করতে চাই। নিজেদের গোল রক্ষা করে জিতে মাঠ ছাড়তে চাই।"