কলকাতায় এসে মোহবাগানীদের ভালোবাসায় ডুবলেন ফ্লোরেন্টিন পোগবা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হতে পারে তিনি পল পোগবার ভাই, হতে পারে তিনি ফরাসি লিগ সহ একাধিক বড় লিগ খেলেছেন। কিন্তু এমন স্বাগত তিনি হয়ত কোথাও পাননি। গিনির ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা কলকাতায় এসেই যেন হিরো হয়ে গেলেন।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর মুখেই অসংখ্য মোহনবাগান সমর্থকদের স্লোগান ও উল্লাসে মাতেন পোগবা। মালা ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় সমর্থকদের তরফ থেকে। একটি সেলফি তোলার জন্য মোহনবাগান সমর্থকরা বারবার ডাকেন পোগবাকে।
আর এই ভালোবাসা পেয়ে আপ্লুত এটিকে মোহনবাগানের নয়া বিদেশী ডিফেন্ডার। তিনি বলেছেন, "আমার কাছে এটি একটি নতুন চ্যালেঞ্জ। আমি মুখিয়ে রয়েছি দলের সাথে অনুশীলন করার জন্য। দলের জন্য প্রচুর ট্রফি জিততে চাই। সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"