এই বিদেশীর ফিটনেস নিয়ে চিন্তিত এটিকে মোহনবাগান, কলকাতায় আসছেন তিরি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডুরান্ড কাপ ও এএফসি কাপ থেকে আগেই বিদায় নিয়েছে, কলকাতা লিগও খেলেনি, এই পরিস্থিতিতে এবার আইএসএলের উপর পুরো ফোকাস এটিকে মোহনবাগানের। আর সেই কারণে প্রতিদিন ক্লোজড ডোর অনুশীলন সারছে সবুজ-মেরুণ ব্রিগেড।
কিন্তু এই পরিস্থিতিতে দলের দুই ফুটবলারের ফিটনেস নিয়ে চিন্তিত এটিকে মোহনবাগান। এই দুই ফুটবলার হলেন ফ্লোরেন্টিন পোগবা এবং দীপক টাংরি। এবং এই দুই ফুটবলারের চোট নিয়ে ভাবনায় পড়ে গিয়েছেন হেড কোচ জুয়ান ফেরান্ডো।
বেশ সাড়া জাগিয়ে এটিকে মোহনবাগানে সই করেছিলেন গিনির ডিফেন্ডার তথা পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। কিন্তু সদ্য ডুরান্ড কাপ ও এএফসি কাপ ইন্টার জোনাল সেমিতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি পোগবা। পাশাপাশি তার ফিটনেসেও সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি চোটে ভুগেছেন পোগবা। এর জেরে যা খবর, আগামী ১০ অক্টোবর, চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত পোগবা।
একই দিকে, চলতি মরশুমে দুরন্ত পারফর্ম করা দীপক টাংরি জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়েছিলেন, এবং এর জেরে এখনও পুরোপুরি ফিটনেস লাভ করতে পারেননি টাংরি। যা ভাবাচ্ছে ফেরান্ডোকে।
এদিকে শোনা যাচ্ছে, আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতায় ফিরছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার তিরি। বর্তমানে সবুজ-মেরুণ শিবিরের সাথে আরও এক বছর চুক্তিবদ্ধ রয়েছেন তিরি। এবং সব ঠিক থাকলে, দলের সাথে রিহ্যাব সারতে পারেন তিরি।
এছাড়া, যদি প্রয়োজন হয়, তাহলে ডিফেন্সকে জোরদার করতে ছয় চুক্তিবদ্ধ বিদেশীর একজনকে মাঝ মরশুমে রিলিজ করে তিরিকে ফিরিয়ে আনা হতে পারে দলে। সেক্ষেত্রে তিরি কতটা ম্যাচ ফিট এবং বাকি বিদেশীগুলির ফিটনেস ও পারফর্মেন্স কিরকম, সেটি অবশ্যই বিবেচনায় থাকবে। তবে তিরির আগমণে, চাপ বাড়বে ব্রেন্ডন হ্যামিল ও ফ্লোরেন্টিন পোগবার উপর, তা বলাই যায়।