করোনার অতীতকে মুছে ফেলতে চায় এটিকে মোহনবাগান, ফেরান্ডো দিলেন ইতিবাচক বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচ স্থগিতের পর, অবশেষে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। আগামী বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ শিবির। আর তার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন কোচ জুয়ান ফেরান্ডো।
কোভিডের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল গোটা এটিকে মোহনবাগান শিবির। মানসিক ও শারীরিকভাবে কতটা কষ্টকর ছিল এই পরিস্থিতির মধ্যে থাকা? এই নিয়ে জুয়ান ফেরান্ডো বলেছেন, "গতকাল আমরা অনেক দিন পর অনুশীলনে নেমেছিলাম। হ্যাঁ আমাদের জন্য বিগত কয়েক দিন কঠিন ছিল, তবে খেলোয়াড়দের সাথে কাজ করতে পেরে নিজেদের খুব ইতিবাচক লাগছে, এবং আমরা সেই অতীতকে ভুলে আবারও নামতে মরিয়া।"
গত দুটি ম্যাচই একেবারে শেষ মুহুর্তে স্থগিত হয়েছে। ফলে কিভাবে খেলোয়াড়দের ফোকাস বজায় রাখা সম্ভব হয়েছে? এই নিয়ে ফেরান্ডোর জবাব, "খুবই কঠিন কাজ এটি। একটানা ঘরের মধ্যে বন্দী থাকা এবং মাঠে না নামতে পারাটা সত্যিই কষ্টকর। যদিও পরিস্থিতি শুধু এখানে নয়, গোটা বিশ্বেই বেশ ভয়ঙ্কর। তবে আমরা পেশাদার, আমাদের প্রতিদিন সকালে উঠে ইতিবাচক থাকতে হয়। তবে আমাদের জন্য ভালো বিষয় হল আমরা আবারও ম্যাচ খেলতে পারব, আবারও মাঠে নামতে পারব।"
এখনও অবধি একাধিক খেলোয়াড় করোনায় সংক্রমিত রয়েছেন, এদিকে কার্ড সমস্যার জন্য বাইরে হুগো বৌমোস। ফলে কেমন একাদশ নিয়ে নামবে এটিকে মোহনবাগান? জুয়ান ফেরান্ডোর বার্তা, "খুব একটা চিন্তিত নই এই বিষয়ে। আমাদের নানা ধরণের পরিকল্পনা করতে হবে। আমরা পেশাদার, ফলে আমাদের সমস্ত বিষয়কেই মাথায় রাখতে হবে। আমাদের খেলোয়াড়রা তৈরি, ফলে দেখতে হবে কারা এই ম্যাচের জন্য মাঠে নামতে পারে।"